বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন

৪২ তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ উদযাপনে হাইমচরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেটের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ১২৩ বার পঠিত হয়েছে

 শরীফ মোঃ মাছুম বিল্লাহ; হাইমচরে ৪২ তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ উদযাপন-২০২০ উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ২৪ নভেম্বর ২০২০ দুপুর ১২ টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর তত্ত্বাবধানে ও হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিজ্ঞান সপ্তাহ উদযাপিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোঃ গিয়াস উদ্দিন পাটওয়ারী, হাইমচর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ প্রমুখ। সভাপতির বক্তব্যে ফেরদৌসী বেগম বলেন- পৃথিবীর যেসব রাষ্ট্র বিজ্ঞান চর্চায় এগিয়ে গেছে, তারাই আজ সমগ্র বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। তাই বাংলাদেশের তরুণ প্রজন্মকেও বিজ্ঞান চর্চার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তরুণ প্রজন্ম বিজ্ঞানকে আঁকড়ে ধরে এগিয়ে গেলে বাংলাদেশ জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হবে। এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, নীল কমল ওসমানীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন, গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন সহ অন্যরা। এর আগে অতিথিবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫টি ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবন স্টল পরিদর্শন করেন। উপজেলায় ১ম স্থান অধিকার করে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com