রবিবার, ১৮ মে ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম বিমানবন্দরে গ্রেপ্তার মতলব উত্তরে গৃহবধূর বিষপ্রানে আত্ত্বহত্যা যৌথ বাহিনী কর্তৃক মতলব দক্ষিণ উপজেলার নায়ের গাঁও বাজার এলাকা থেকে ৮৫০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি পেলেন প্রধান উপদেষ্টা কচুয়ায় পানিতে ডুবে শিক্ষক পুত্রের মৃত্যু চাঁদপুর শহরে অপহরনের পর কয়লা ঘাট থেকে রাব্বিকে উদ্ধার // ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু  চাঁদপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন চাঁদপুরে আওয়ামী লীগ নেতা মঞ্জু মাঝি আটক ঈদের আগেই নতুন হলে উঠছে শিক্ষার্থীরা চাঁবিপ্রবি’র আবাসিক হল ভাড়ার অনুমোদন দিয়েছে ইউজিসি চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ১টি প্রতিষ্ঠানকে ১০,০০০/- টাকা জরিমানা।

ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

  • আপডেটের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ১২৪ বার পঠিত হয়েছে

মোঃ আবুল হাসান ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে শত ভিক্ষুক পুণর্বাসন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য সম্মান প্রদর্শন, মর্যাদাপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

বুধবার (১৭ মার্চ) সকাল ৯ টায় ডাকবাংলো চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ও সেখানে বিশেষ মোনাজাত করা হয় ।

এছাড়াও সকাল ১০ টায় জেলা প্রশাসনের উদ্যোগে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জেলার একশত ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচিতে গবাদী পশু ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয় শত ভিক্ষুককে। গবাদি পশু বিতরণের সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু প্রতিটি মানুষের পাশে ছিলেন। গরীব দুখী মানুষকে তিনি বেশি ভালবাসতেন। সে কারণে আমাদের এই উদ্যোগ, আজ একশ জন ভিক্ষুককে গবাদি পশু (গরু) বিতরন করা হলো। যারা গবাদি পশু পেয়েছেন তারা তা লালন পালন করে নিজের পরিবারের আয় বৃদ্ধি করবেন। পরবর্তিতে তাদের আর ভিক্ষা করতে হবে না।

পরে সকাল ১১ টায় জেলা পরিষদ অডিটোরিয়াম (বিডি হল) প্রাঙ্গনে বেলুন উড়িয়ে ও কবুতর অবমুক্ত করে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের শুভ সূচনা করা হয়। এবং পরে কেক কাটা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান সরকার, জেলা আওয়ামীলীগের সভাপতি সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলার চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, পৌর মেয়র আঞ্জুমান। বিটিভির জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক, ঠাকুরগাঁওয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরাসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি-বেসরকারি বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগণ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com