1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
শনিবার, ১১ মে ২০২৪, ০৫:১৬ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
১০ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের আভাস সাংবাদিক গোলাম নবী খোকনের মামাতো ভাই মিজান সিপাইর ইন্তেকাল বৈশাখী মেলায় দীপ্ত বাংলা ও অগ্নিবীনার সাংস্কৃতিক অনুষ্ঠান // অরূপ নাট্য গোষ্ঠীর নাটক মঞ্চস্হ চাঁদপুর নৌ থানার অ‌ভিযা‌নে ৫ অসাধু জে‌লে আটক নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। আশুলিয়ায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক মতলব উত্তর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু আশুলিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ বৈশাখী মেলায় বীর প্রতীক মমিনুল্যাহ পাটোয়ারী স্কুল এণ্ড কলেজ ও চতুরঙ্গের সাংস্কৃতিক অনুষ্ঠান  মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান মোস্তফা তালুকদার, ভাইস চেয়ারম্যান আখি নির্বাচিত

ডায়াগ‌নি‌ষ্টিক ‌সেন্টার ও ডাক্তা‌র‌দের চেম্বা‌রের ফিস নির্ধারন ক‌রে দেওয়া উ‌চিৎ: জেলা প্রশাসক অজ্ঞনা খান মজ‌লিশ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৫৮৬ বার পঠিত হয়েছে

মোহাম্মদ বিপ্লব সরকার ।। জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০২১ অব‌হিতকরণ ও বস্তবায়ন বিষয়ক সে‌মিনার জেলা প্রশাসক স‌ম্মেলন ক‌ক্ষে অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

১৭ ন‌ভেম্বর সকাল ১১টায় অনু‌ষ্ঠিত সে‌মিনা‌রে সভাপতির বক্তব‌্য রা‌খেন জেলা প্রশাসক অজ্ঞনা খান মজ‌লিশ। তি‌নি তার বক্ত‌ব্যে ব‌লেন, আমাদের আ‌রো বেশী প্রচারনা দরকার মানুষকে স‌চেতন কর‌তে। ক্লোজ‌ডো‌রে সভা না ক‌রে বাই‌রে স‌চেতনতামূল প্রচারনা কর‌তে হ‌বে। জনগ‌ণের সুরক্ষার জন‌্য সরকার কি আইন ক‌রে‌ছে তা সকল‌কে জানাতে হ‌বে। কোন অ‌ভি‌যোগকারী অ‌ভি‌যোগ কর‌লে তি‌নি জ‌রিমানার ২৫ শতাংশ পাবেন তা আমা‌দের সকল‌কে জানাতে তহ‌বে।

ডায়াগ‌নি‌ষ্টিক ‌সেন্টার ও ডাক্তা‌র‌দের চেম্বা‌রের ফিস নির্ধারন ক‌রে দেওয়া উ‌চিৎ। ক্লি‌নিক ও প্রাই‌ভেট হাসপাতা‌লে বি‌ভিন্ন রকম টেষ্ট ক‌রে ‌রোগী‌দের বি‌ভিন্ন ধর‌নের ধ‌রি‌য়ে দেওয়া হ‌চ্ছে তা এক‌টি নী‌তিমালায় আনা উ‌চিৎ। ওষু‌ধের দোকানগু‌লোতে মোবাইল কোর্ট জরুরী।ভোক্তা অ‌ধিকা‌রের সভা থে‌কেই তা উদ্ধর্তন কর্তৃপক্ষ‌কে জানা‌তে হ‌বে। ভোক্তা‌রা স‌চেতন হ‌লে মুনাফা‌ ভোগীরা বেশী সু‌বিধা কর‌তে পার‌বে না। জেলার কার্যালয়ের জনবল অ‌নেক কম তারপরও ওনারা অ‌নেক কাজ ক‌রে‌ছে।

জেলা ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ কার্যল‌য়ের সহকারী প‌রিচালক নূর হো‌সেনের প‌রিচালনায় আ‌রো বক্তব‌্য রা‌খেন অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক ইম‌তিয়াজ, সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সান‌জিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লা‌বের সভাপ‌তি ইকবাল হোসেন পাটওয়ারী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মু‌ক্তি‌যোদ্ধা ডাক্তার সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা ক‌্যা‌বের সভাপ‌তি ও বাবুরহাট ডিগ্রী ক‌লে‌জের অধ‌্যক্ষ মোশারফ হো‌সেন, জেলা ক‌্যা‌বের সাধারণ সম্পাদক মোঃ মোনা‌য়েম হো‌সেন, দপ্তর সম্পাদক মোঃ বিপ্লব সরকার।

সভায় উপ‌স্থিত ছি‌লেন জেলা তথ‌্য কর্মকর্তা ম‌নির হো‌সেন, প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের সহকা‌রি প‌রিচালক না‌জিম হোসেন শেখ, জেলা প‌রিসংখ‌্যান কার্যাল‌য়ে উপ প‌রিচালক নাঈমা রহমান, ‌জেলা সমাজ সেবা কার্যাল‌য়ের উপ প‌রিচালক মিয়া ফি‌রোজ আহ‌মেদ, ‌জেলা দোকান মা‌লিক ও হার্ডওয়ার স‌মি‌তির সাধারণ সম্পাদক জা‌হেদুল ইসলাম ভূঁইয়া, জেলা বেকারী মা‌লিক স‌মি‌তির সাধারণ সমি‌তির সাধারণ সম্পাদক বিএম হারুন অর র‌শিদ, জেলা ক‌্যা‌বের সদস‌্য দে‌লোয়ার হোসেন, অ‌ভিজিত রায়, ক‌্যাব মতলব দ‌ক্ষিণ উপ‌জেলা সভাপ‌তি হাজী ওসমান, সাধারণ সম্পাদক শাহ আলম, মতলব উত্ত‌রের সভাপ‌তি মোবারক হো‌সেন, ফ‌রিদগঞ্জ উপ‌জেলার সভাপ‌তি মোঃ মাসুদ প্রমূখ।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews