রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৩:০১ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক মাদক ব্যবসায়ী আটক চাঁদপুরে জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত চাঁদপুরে বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু  চাঁদপুরে সেরা সাঁতারুর খোঁজে ইয়েস কার্ড পেলেন ৪০ সাতারু  চাঁদপুর চেম্বার ভব‌নে ক্যাব সহ বি‌ভিন্ন দপ্ত‌রের সা‌থে ব‌্যবসা‌য়ি‌দের মত‌বিনময় সভা শাহ মাহমুদপুরে পাট জাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টা// অপহরণ মামলায় মোবারক আটক হারিয়েছে বীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: বিভিন্ন পত্রিকায় প্রকাশিত পর তদন্তে পিবিআই, তদন্ত শেষে ডিআইজির ব্রিফিং

চাঁদপুর পৌরসভা ১৫ টি ওয়ার্ডের – করোনার প্রথম ডোজের টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন

  • আপডেটের সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৬ বার পঠিত হয়েছে
মানিক দাস// 
সরকার দেশে এক কোটি মানুষকে করোনা ভাইরাসের প্রথম ডোজের টিকার আওয়তায় আনতে   শনিবার  টিকা দান কার্যক্রম করেছে।  টিকা পেতে কোনো ধরনের নিবন্ধন কিংবা কাগজপত্রের প্রয়োজন হয়নি।
জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র নেই, তারাও নির্ধারিত কেন্দ্রগুলোতে গিয়ে টিকা নিয়েছে সরকারের সিদ্ধান্ত মতে।সারা দেশে  ২৮ হাজার বুথে টিকা দেওয়া হয়। এসব বুথে টিকা দেওয়ার কাজে নিযুক্ত ছিল  স্থাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাসহ মোট এক লাখ ৪২ হাজার কর্মী ।
চাঁদপুর পৌরসভার সার্বিক সহযোগিতায় ও পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলের সার্বিক তত্বাবধানে ১৫ টি ওয়াডে গতকাল সকাল ৯ টা থেকে বিকাল পর্যন্ত টানা কোভিড ১৯ এর প্রথম ডোজের টিকা দেয়া হয়। চাঁদপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর চাঁন মিয়া মাঝি বলেন, আজ সারা দেশের মতো চাঁদপুর পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে করোনার প্রথম ডোজের বাদ পরা সকলকে টিকা দেয়া হচ্ছে। সকাল থেকে আমরা ওয়ার্ডে শান্তপূর্ন ভাবে টিকা গ্রহিতার টিকা নিতে আসছে। পৌরসভার পাশাপাশি পুলিশ প্রশাসন ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্যরা সহযোগিতা করে যাচ্ছে।
 চাঁদপুর পৌরসভার ১৫ টি ওয়ার্ডের ১৫ টি কেন্দ্রে করোনার প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে। ৩০ জন টিকা কর্মী, ৬০ জন স্বেচ্ছাসেবি। সকাল ৯ টা থেকে টিকা দেয়া শুরু করা হয়। যতক্ষন পর্যন্ত ভেকসিন ছিল ততক্ষন পর্যন্ত টিকা দেয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় চাঁদপুর পৌরসভার টিকা সুপারভাইজার হানিফ গাজীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনো টিকা কার্যক্রম চলছে। সকাল ৯ টা থেকে এখন পর্যন্ত ৫ হাজার ২ শ জনকে করোনার প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে। আমাদের টার্গেট ছিল ৪ হাজার ৫ শ জনের। সেই দিক থেকে ৭ শ জনকে বেশি দেয়া হয়েছে। যত রাত পর্যন্ত চলবে তত বাড়বে।
কারণ রবিবার থেকে করোনার প্রথম ডোজের টিকা সাময়িক ভাবে বন্ধ থাকবে। যে সব প্রাথমিক বিদ্যালয়ে এ টিকার কার্যক্রম চলেছে সে সব বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটি, পুলিশ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা সর্বাত্রক ভাবে সহযোগিতা করেছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com