স্টাফ রিপোটার //
পবিএ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পীরে কামেল হাদিয়ে দ্বীন ও মিল্লাত হযরত আল্লামা মাওঃ শেরে গাজী আমিরুল ইসলাম জালালী (রাঃ) স্বরনে গত ২৬ মার্চ শনিবার,যমুনা রােড় বালুর মাঠ প্রাঙ্গণে বাদ আছর ওয়াজ ও দােয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল চিশতি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বড় স্টেশন যমুনা রােড় বাইতুল হামদ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ মুফতি মোঃ ফজলুল হক। ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পীর সাহেব জালালীয়া দরবার বড়কেশতলা লাকসাম কুমিল্লার আলহাজ্ব হযরত মাওঃ মোহাম্মদ মােবারক হােসেন জালালীয়া, বিশেষ বক্তা ছিলেন বড় স্টেশন রেলওয়ে লোকো কলোনী বাইতুন ফালাহ জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আব্দুর রাজ্জাক। উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের নেতা আব্দুল গনি গাজী, ৭ নংওয়ার্ডের পৌরসভার কাউন্সিলর সফিকুল ইসলাম, ইকবাল বেপারী, মােঃ হােসেন পাটওয়ারী, জাহাঙ্গীর আলম আশরাফী, লোকমান চিশতী,মোবারক শাহ্ দরবার শরীফের খাদেম আঃ রশিদ খান , মোতালেব দেওয়ানসহ অসংখ্য ওলামায়ে কেরাম। মাহফিলের উদ্বোধন করেন, চাঁদপুর জেলা তরিকত ফেডারেশন সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান চিশতী। মাহফিল পরিচালনা করেন, হাফেজ মোঃ হোসাইন।