সুমন আহমেদ : দীপ্ত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ২৭ এপ্রিল বুধবার সকালে মহানগরীর বৃন্দাবন আলীনগর ও কালশী বস্তিবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নলেজিয়াম স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনু্ষ্ঠিত আয়োজনে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রশীদুল ইসলাম খান (অবঃ) মহাসচিব কর্নেল ফরিদ উদ্দিন (অবঃ) এবং কথা সাহিত্যিক রোকেয়া ইসলাম।
ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ, এ ফাউন্ডেশন টি অরাজনৈতিক, অলাভজনক, বেসরকারী, অবৈতনিক ও স্বেচ্চাসেবি সংগঠন। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে গঠিত এ ফাউন্ডেশন প্রবীণ, হিজড়া,সুবিধা বন্ঞ্চিত ও অসহায় মানুষের জীবন মানোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে