মানিক দাস //চাঁদপুর – দক্ষিণ অঞ্চল অভিমুখী পরিবহন পারাপারের একমাত্র পথ হরিনা আলুর বাজার ফেরীঘাট। চাঁদপুর হরিনা ফেরীঘাটে ফেরির সংকটের কারণে প্রায় ৫ কিলোমিটার যানজট সকাল থেকে লেগে রয়েছে। নদীর দুই পাড়ে আটকা পড়েছে পণ্য ও যাত্রীবাহী প্রায় পাঁচ শতাধিক যানবাহন। বুধবার সরোজমিনে হরিণা ফেরীঘাট এলাকায় গিয়ে দেখা যায় পার্কিং স্থান ও সড়কের উপর প্রায় তিন শতাধিক বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায় নদীর অপর পাড়ে আলুর বাজার এলাকায় একই অবস্থা বিরাজ করছে।হরিনা ফেরি ঘাট দিয়ে সার্টিফিকেট মাধ্যমে যানবাহন নদী পারাপার করা হয় কিন্তু এর মধ্যে দুটি ফেরির যান্ত্রিক ত্রুটির কাজ করানো হচ্ছে।চলন্ত অবস্থায় রয়েছেন মাত্র পাঁচটি ফেরি। এজন্য চাঁদপুর হরিনা ফেরি ঘাটে দেখা দিয়েছে দীর্ঘতর যানজট। চট্টগ্রাম থেকে খুলনা যাওয়া পণ্যবাহি ট্রাক চালক আঃ রহিম জানান, তারা দু দিন ধরে চাঁদপুর হরিণা ফেরী ঘাটে এসে বসে আছে। নদী পারাপার হতে পারছেনা। কবে তারা মালামাল নিয়ে খুলনা গিয়ে পৌছবে তা বলতে পারছে না। এমনি ভাবে একই ধরনে সংশয়ের মাঝে রয়েছে সকল আটকা পরা যানবাহনের চালক ও হেলপাররা। হরিনা ফেরীঘাট থেকে চান্দ্রা চৌরাস্তা পর্যন্ত প্রায় ৫ কিঃলোঃ মিটার এলাকা জুরে রাস্কার উপর যানবাহন আটকা পরে যানজটের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে হরিণা ফেরীঘাট ব্যবস্হাপক তুষারের সাথে কথা বললে তিনি জানান, চলমান আছে ৭ টি ফেরী। কামেনী ও কাবেরী ফেরি দুটির যান্ত্রীক ক্রুটি থাকায় দিনভর এগুলোর কাজ করানো হয়েছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রিবাহি বস, কাঁচা তরকারির পরিবহন, ঔষধ বহন কারির রোগির গাড়ি কে প্রাধান্য দেয়া হচ্ছে।আজ সন্ধ্যার মধ্যে সকল ফেরী চলাচল করবে। আর কোনো যানজট থাকবে না। তিনি আরো জানান, হরিনা ও আলুর বাজার এলাকায় প্রায় ৫ শতাধিক যানবাহন আটকা পরেছে।