মানিক দাস // চাঁদপুর সদর উপজেলার
হানারচর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্ধের ভিজিএফ কার্ডের চাউল বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে হানারচর ইউনিয়নের ৪ শ ২৪ পরিবারকে ১০ কেজি করে চাউল বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান আঃ সাত্তার রাড়ি,সচিব ফজলুল হক গাজীর,ট্যাগ অফিসার মোঃ দেলোয়ার হোসেন উপজেরা সমবায় কর্মকর্তা। ইউপি সদস্য
রাশিদা বেগম, শামিমা বেগম, খুরশিদা বেগম।আিুল বাশার দর্জির,আবুল খায়ের ছৈয়াল, হারুনুর রশিদ খান,আব্দুল হালিম বেপারীে,দেলু বেপারী,বারেক তালুকদার, আবুল কালাম, অলিউল্যা মিজির,কাদির মিজির।
অপর দিকে ইব্রাহিমপুর ইউনিয়নে ও ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্ধের ভিজিএফ কার্ডের চাউল বিতরন করা হয়েছে। সকাল ১০ টায় নদীর অপর পারে ইউপি চেয়ারম্যান কাশেম খান ও চাঁদপুর শহর এলাকায় ইউপি সচিব আনোয়ার হোসেন গাজী টিটু উপস্হিত থেকে ৬ শ ৪০পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরন করেন। এ সময় উপস্হিত ছিলেন সকল ইউপি সদস্য ও আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগ নেতৃবিন্দ।