মানিক দাস // হাজীগঞ্জে মাঠের পাকা ধান কাটতে গিয়ে বিষধর সাপের কামড়ে সোহাগ হোসেন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের দিগচাইল বেচার বাড়ি বাসিন্দা।
পরিবারের লোকজন জানায়, ২৮ এপ্রিল বৃহস্পতিবার বাড়ীর পাশে মাঠে ধান কাটতে গিয়ে বিষধর সাপে তাকে ছোবল দেয়।
পরে বিকাল সাড়ে ৩ টায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোহাগ হোসেন কে মৃত ঘোষণা করে।
পরিবারের লোকজন মৃত্যুর খবরকে পাত্তা না দিয়ে মৃতদেহটি সাপ জারার ওঝার কাছে নেওয়ার সিদ্ধান্ত নেয়। নিহত কৃষকের ধম আছে ভেবে পরিবারের লোকজন লাশ নিয়ে ওঝার খোঁজে ঘুরছেন বলে বিকাল পর্যন্ত জানা যায়।