সুমন আহমেদ :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় রব-মমতাজ ফাউন্ডেশনের উদ্যােগে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।
৩০ এপ্রিল শনিবার দুপুরে মতলব উত্তর উপজেলার ঘনিয়ার পাড়ে রব-মমতাজ ফাউন্ডেশন এর সভাপতি সাংবাদিক ফারুক হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক একেএম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছেংগারচর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি)মোঃ হেদায়েত উল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক শামসুজ্জামান ডলার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এড. মহসীন মিয়া মানিক প্রমূখ।
রব-মমতাজ ফাউন্ডেশনের উদ্যােগে সাড়ে ৩ শ’ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।