আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ
মুরাদনগর ১৩নং সদর ইউনিয়নে জমে উঠেছে প্রচার-প্রচারণা। দির্ঘ দিনপর মামলা জনিত জটিলতা কাঁটিয়ে ভোটের পরিবেশ তৈরি হওয়ায় অন্য বারের চাইতে এবার একটু বেশি উৎসব প্রার্থী ও ভোটারদের মাঝে।
সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রতীক বরাদ্দ হওয়ায় প্রর্থীরা নেমে পরেছে প্রচার-প্রচারণায়। বিরাজ করছে উৎসবের আমেজ। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে চারদিক। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে মাইকিং। কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। হাত মেলাচ্ছেন, কোলাকুলি করছেন। করছেন উঠান বৈঠক। চাইছেন দোয়া-ভোট। দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি।
এখানে আওয়ামী লীগ, বিএনপির কম বেশি অবস্থান থাকলেও জাতীয় পার্টির কোন নাম গন্ধ নেই। তবে দলীয় সিন্ধান্ত মোতাবেক এই ইউনিয়নে বিএনপি কোন প্রার্থী না দিলেও দিন শেষে তারা নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর কাঁদে ভর করার সম্ভাবনাই দেখছে আওয়ামীলীগের দলীয় কিছু লোকজন।
চেয়ারম্যান হওয়ার দৌড়ে ছয় জন প্রতিযোগি থাকলেও ভোটারদের হিসাব দু’জনকে ঘিড়ে। তারা হলেন, অধ্যাপক কাজি তুফরিজ এটন নৌকা প্রতীক, অপরজন ঘোড়া প্রতিকের জয়নাল আবেদিন।
একদিকে কাজি তুফরিজ এটনের পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাছাড়া ঐ প্রার্থী সদরে অবস্থিত কাজি নোমান আহমেদ ডিগ্রি কলেজে ২৭ বছর ধরে শিক্ষকতা করছেন। ফলে অসংখ্য ছাত্র-শিক্ষক ও অভিভাবকের কাছে তাঁর গ্রহন যোগ্যতাকে নৌকায় পাল হিসাবে দেখছেন দলীয় নেতা-কর্মীরা। তাছাড়া এই ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের ১৭ শ ৩৬ ভোটকে রিজার্ব ভোটের তালিকায় রেখেছেন তাঁরা।
অপর দিকে ঘোড়া প্রতিকের জয়নাল আবেদিনসহ তাঁর দুই ভাই ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। কোন দলের উল্লেখ যোগ্য কোন পোস্ট পদবি না থাকায়, তিনি ব্যবসায়ী পরিচয়ে ভোটারদের মন যোগাতে ব্যস্ত সময় পার করছেন।
১৩ নং সদর ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ১১টি এবং মোট ভোট কক্ষের সংখ্যা ৮৮টি। মোট ভোটার ২৮ হাজার ৪শ ৩৩। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৮শ ১৯ এবং নারী ভোটার ১৩ হাজার ৬শ ১৪।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আলম সিকদার বলেন, ইবিএম পদ্ধিতিতে ভোট গ্রহন হবে। সুষ্ঠ ভোট গ্রহনের যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ ।