মানিক দাস // লোকনাথ ব্রহ্মচারীর ১৩২ তম তিরোধান উৎসব। ৩ জুন শুক্রবার চাঁদপুর পুরানবাজার শ্রী শ্রী লোকনাথ মন্দির ও আশ্রমে এবং নতুন বাজার প্রতাপ সাহা রোড লোকনাথ মন্দিরে বিশ্ব শান্তি দেশ ও জাতির কল্যান কামনায় শিবকল্পদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩২ তম তিরোধান উৎসব অনুষ্ঠিত হবে।
লোকনাথ ব্রহ্মচারীর ভারতের পশ্চিম বঙ্গের বারাসাত গ্রামের ঘোষাল পরিবারে ১১৩৭ বঙ্গাব্দে জম্মগ্রহন করেন। ১২৯৭ বঙ্গাব্দের ১৯ জৈষ্ঠ্য মঙ্গলবার নারায়নগঞ্জের সোঁনারগাঁও থানার বারদিতে লোকনাথ বাবার(পূর্ণ স্হানে) দেহ ত্যাগ করেন।
এ উপলক্ষে পুরানবাজার শ্রী শ্রী লোকনাথ মন্দির ও আশ্রম প্রাঙ্গনে সপ্তাহব্যাপী ব্যাপক ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে। পুরানবাজার শ্রী শ্রী লোকনাথ মন্দির ও আশ্রম কমিটির আয়োজনে গত ২৮,২৯ ও ৩০ মে অনুষ্ঠিত হয় শ্রীমদ্ভাগবত পাঠ।আজ ৩ জুন শুক্রবার পর্যন্ত শুরু হবে ৩২ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন, লোকনাথ বাবার বাল্যভোগ, ষোড়ষ পূজা, উপবাস ব্রত পালন। তিরোধান উৎসব উপলক্ষে সকাল ৯ টায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার বাল্য ভোগ, সকাল ১০ টায় ষোড়শ পূজা, তিরোধান সময় হতে দুপুর ১২ টা পর্যন্ত উপবাস ব্রত পালন, দুপুর ১ টায় বাবার রাজভোগ শেষে মহাপ্রসাদ বিতরন। রাত ৮ টায় মিশ্রি ভোগ ও ফল ভোগ নিবেদন।
এ দিকে চাঁদপুর শহরের নতুন বাজার প্রতাপ সাহা রোড লোকনাথ মন্দিরে তিরোধান উৎসব উপলক্ষে সকাল ৯ টায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার বাল্য ভোগ, সকাল ১০ টায় ষোড়শ পূজা, তিরোধান সময় হতে দুপুর পর্যন্ত উপবাস ব্রত পালন, দুপুর ১ টায় বাবার রাজভোগ শেষে মহাপ্রসাদ বিতরন। রাতে আরতি করা হবে। এ ছাড়া মিশ্রি ভোগ ও ফল ভোগ নিবেদন করা হবে। লোকনাথ বাবার তিরোধান উৎসবে সকল সনাতন ধর্মাবলম্বি ভক্তদের উপস্থিত থাকতে অনুরোধ করেছেন প্রতাপ সাহা রোড লোকনাথ মন্দির কতৃপক্ষ। তাছাড়া পুরান বাজার থেকে নারায়নগঞ্জের সোঁনারগাঁও থানার বারদি লোকনাথ বাবার পূর্ণ স্হানের উদ্দেশে রিজাভ লঞ্চ আজ বৃহস্পতিবার রাত ১০ টায় ছেড়ে যাবে।