ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া ॥
শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর বাবার ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে কচুয়া উপজেলার দোয়াটি সর্বজনীন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জাগ্রত মন্দিরে প্রাঙ্গণে বিশ্বশান্তি ও মানব কল্যাণ কামনায় ২দিন ব্যাপী ১১ তম বাৎসরিক উৎসবের আয়োজন করা হয়েছে।
গত শুক্রবার ১৮ জ্যেষ্ঠ ১৪২৯ বাংলা,০২ জুন থেকে ১৯ জ্যেষ্ঠ ৩ জুন পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের আধ্যাত্মিক গুরু হিসেবে খ্যাত সাধক পুরুষ লোকনাথের তিরোধান দিবস পালন উপলক্ষে ২ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানসহ লোকজ মেলার আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে যোগ দিতে কচুয়া উপজেলার বিভিন্ন গ্রাম থেকে শুক্রবার ভোর থেকেই লোকনাথ ভক্ত আশ্রমে ভিড় করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে লোকজনের সমাগমও।
শুক্রবার বিকেলে শুভ অনুষ্ঠানে গঙ্গা আহ্বান,মঙ্গলঘট স্থাপন ও অধিবাস মধ্য দিয়ে তিরোধান উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর চলে পূজা অর্চনা, গীতা পাঠ, কবি কীর্তন, রাজভোগ, বাল্য ভোগ ও প্রসাদ বিতরণ।
প্রতিশ্রুতি কবি কীর্তন পরিবেশন করেন, মাদারীপুরের শ্রী অপূর্ব সরকার, সাতক্ষীরার শ্রী মনোরঞ্জন সরকার ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন, পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার জয়।
এসময় উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার,মন্দির কমিটির সভাপতি দুলাল চন্দ্র দাস, ইউপি সদস্য পরিমল সরকার,সাধারণ সম্পাদক রনঞ্জিত স্বর্ণকার, নির্বাহী সদস্য উত্তম মজুমদার,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেনসহ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ভক্তবৃন্দ অনেকেই উপস্থিত ছিলেন।
দোয়াটি সর্বজনীন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জাগ্রত মন্দির কমিটির সভাপতি দুলাল চন্দ্র দাস জানান, তিরোধান উৎসবে অংশ নিতে এরই মধ্যে প্রতিবেশী বিভিন্ন গ্রাম থেকেও বিপুল সংখ্যক লোকনাথ ভক্ত বারদী আশ্রমে এসে পৌঁছেছেন। লোকনাথ ব্রহ্মচারী ১৭৩০ খ্রিস্টাব্দ ও বাংলা ১১৩৭ সালের ১৮ ভাদ্র ভারতের পশ্চিম বঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসাত মহাকুমার অন্তর্গত চুরাশিচাকলা গ্রামে ধর্মীয় সাধক রামনারায়ণ ঘোষাল ও কমলা দেবীর ঘরে জন্মগ্রহণ করেন।
তিনি আরো জানান,কবি কীর্তন,পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও গৌরহরি আধ্যাত্মিক তত্ত্ব বার্তা ভক্তের কাছে পৌঁছে দেয়। কবি কীর্তনিয়া সুর ছন্দে কীর্তনের মাধ্যমে শ্রাস্ত্র কথ কথার মাধ্যমে যে আ আধ্যাতিক বার্তা গুলোকে হৃদয়গ্রাহী করে পরিবেশন করেন। ধর্মীয় জটিল তত্ত্ব ও তথ্যের অনর্গল উন্মোচিত করে কীর্তনিয়াাগন অনেক অজান্তা বার্তা আমাদের জানিয়ে দেন। জানার এই অভীষ্ট লক্ষে পৌছানোর জন্য আমরা ০২ দিন ব্যাপি এই অনুষ্ঠানের আয়োজনে করেছি। আপনাদের সহৃদয়, সহানুভূতি, সক্রিয় সহযোগীতা ও সবান্ধব উপস্থিত হয়ে কৃপা ধন্য করিবেন।
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধানের পর থেকেই হিন্দু সম্প্রদায়ের লোকজন ব্যাপক আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রতি বছর পালন করে আসছেন তার তিরোধান উৎসব।