আবুল কালাম আজাদ ভূইয়া, কুমিল্লা প্রতিনিধিঃ
দেশে সপ্তাহব্যাপী ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা -২০২২। কার্যক্রম ২১ জুন শেষ হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো(বিবিএস) জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম বাস্তবায়ন করবে। শুমারি শুরুর আগে ১৪জুন রাত ১২টাকে শুমারি রেফারেন্স পয়েন্ট/সময় হিসেবে ধার্য করা হয়েছে।
বিবরণীতে বলা হয়েছে, এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি কার্যক্রম পরিচালিত হতে হচ্ছে। এটি ওয়েভভিত্তিক ইনটিগ্রেটেড সেনসাস ম্যানেজমেন্ট সিস্টিম (আইসিএসএম) প্রস্ততসহ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম(জিআইএস) গণনা এলাকার বিভিন্ন পর্যায়ের কন্ট্রোল ম্যাপ প্রস্তত করা হয়েছে।
জনশুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমে শুমারি কর্মী হিসেবে সারাদেশে প্রায় ৩ লাখ ৭০ হাজার গণনা কারী, ৬৪ হাজার সুপারভাইজার এবং বিবিএস’র সাড়ে ৪হাজার অধিক কর্মচারী এ প্রক্রিয়ায় সাথে সরাসরি সম্পৃক্ত থাকবেন।
এছাড়া ও বিবিএস বহির্ভূত বিভিন্ন সরকারি দপ্তরের প্রায় ৯০০ কর্মচারী জোনাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।
শুমারিতে সঠিক তথ্য প্রদানের উদ্বুদ্ধকরণ বিষয় গান, নাটিকা, ডকুড্রমা, শুমারি কাউন্ট ডাউন, ডকুমেন্টারি দেশের সকল সরকারি-বেসকারি গণমাধ্যমে প্রচার করা হবে। জেলা তথ্য অফিসের মাধ্যমে স্থানীয় ক্যাবলটিভিতে জনশুমারি প্রচার, প্রচার সামগ্রী বিবরণ, ডকুমেন্টারি প্রচারসহ শুমারি চলাকালে মাইকিং করা হবে। কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা ১০ নং যাত্রাপুর ইউনিয়ন পরিষদ হল রুমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ৬৩জন শুমারি কর্মিকে প্রশিক্ষণ দেন, মুরাদনগর পরিসংখ্যান জোনাল কর্মকর্তা মোঃ আবুল কালাম বেগ ও আইটি সুপারভাইজার আব্দুল্লাহ আল নোমান রাজু, সুপারভাইজার আবুল কালাম আজাদ, মোঃ হাবিবুর রহমান, মোঃ শামীম আহমেদ, কাজী আলাউদ্দিন, মাহমুদা আক্তার, বাবলী আক্তার, সোহাগী আক্তার,মনির হোসেন বেগ ও এনামুল হক।
উল্লেখ্য,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি ও গণনা পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় দশ বছর পর পর ১৯৮১, ১৯৯১,২০০১, ২০১১ সালে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম আদম শুমারি ও গৃহ গণনা অনুষ্ঠিত হয়।