ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া ॥
কচুয়া উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ উদ্বোধন করা হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসাবে প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্লাহর সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার কেএম সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-
কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সহসভাপতি কামরুন্নাহার ভূইয়া, কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন, ইউপি চেয়ারম্যান আমির হোসেন ও কবির হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একই স্থানে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি তাঁর ব্যাক্তিগত তহবিল থেকে মাদ্রাসা ও এতিমখানার মধ্যে ৩০ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করেন। তাছাড়া তিনি একই দিন কচুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে অপারেশন থিয়েটার ও অপারেটিভ কক্ষের উদ্বোধনসহ জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬২ লক্ষ টাকা ব্যায়ে নব নির্মিত ভবন উদ্বোধন করেন। তাছাড়াও কচুয়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।