স্টাফ রিপোর্টার: মানবাধিকার শান্তি পদক-২০২২ পেলেন চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল্যা পাটওয়ারী।
সম্প্রতি ঢাকার তোপখানা রোডের বাশিকপ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য চেয়ারম্যান ও বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ রফিকুল্যা পাটওয়ারীকে শান্তির পদক ও সনদ প্রদান করেন বাংলাদেশ হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, বালিয়া ইউনিয়নে সমাজ সেবা ও উন্নয়নমুলক কাজে বিশেষ অবদান রাখায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি তাকে এই শান্তির পদক প্রদান করেন।
মানবাধিকার শান্তি পদকপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল্যা পাটওয়ারী বলেন, সকলের সহযোগিতা, দোয়া ও ভালোবাসা নিয়ে ইউনিয়নবাসীর সেবামূলক কাজ গুলো দৃঢ়তার সাথে করে যাব। বিভিন্ন রাস্তা-ঘাট, অবকাঠামো উন্নয়নে কাজগুলো সুন্দর করে সমাপ্ত করার অভিমত ব্যক্ত করেন তিনি।