আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধি ঃ
রগুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনে বজ্রপাতে ভবনের দেয়াল বিদ্যুৎ মিটার বিদ্যুৎ ক্যাবল ও ১২টি ফ্যান পুড়ে গেছে। আহত-১জন। স্কুলের প্রধান শিক্ষিকা উম্মে সালমা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বজ্রবৃস্টিতে মুরাদনগর উপজেলা রগুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনে বজ্রপাতে ভবনের দেয়াল ধস ও বিদ্যুৎ মিটার ও ক্যাবল ও ১২টি ফ্যান পুড়ে গেছে। এসময় পাশের হারুনুর রশিদের ছেলে কামরুল ইসলাম(৩০) বজ্রপাতে মারাত্মক আহত হয়। কামরুল মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।