মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ২টি প্রতিষ্ঠানকে ৫৩,০০০/- টাকা জরিমানা। মতলব উত্তরে যৌথ বাহিনী কর্তৃক ০২ মাদক সেবী আটক স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়কালে পরিকল্পিত উন্নয়নের জন্য অর্থনৈতিক জোন খুবই গুরুত্বপূর্ণ —-চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক মাদক ব্যবসায়ী আটক চাঁদপুরে জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত চাঁদপুরে বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু  চাঁদপুরে সেরা সাঁতারুর খোঁজে ইয়েস কার্ড পেলেন ৪০ সাতারু  চাঁদপুর চেম্বার ভব‌নে ক্যাব সহ বি‌ভিন্ন দপ্ত‌রের সা‌থে ব‌্যবসা‌য়ি‌দের মত‌বিনময় সভা শাহ মাহমুদপুরে পাট জাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ

পুরান বাজার জগন্নাথ মন্দিরে পানিহাটি দধি চিড়া উৎসব

  • আপডেটের সময় : রবিবার, ১২ জুন, ২০২২
  • ২৪১ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুর শহরের পুরান বাজার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে দধি চিড়া মহাউৎসব অনুষ্ঠিত হয়েছে।  ১২ জুন  রোববার দুপুরে মন্দির প্রাঙ্গনে এ ধর্মীয় উৎসবটি অনুষ্ঠিত হয়।
পানিহাটি দধি চিড়া মহা উৎসবের তাৎপর্য ও উৎপত্তির হলো জৈষ্ঠ্য শুক্লা ত্রয়োদশী তিথি | আজ থেকে আনুমানিক প্রায় ৫০০ বছর আগে জৈষ্ঠ্য মাসের শুক্লা ত্রয়োদশীর এমনই এক দিনে পানিহাটি বা তৎকালীন পন্যহট্টের গঙ্গাতীরে সূচনা হয়েছিল চিড়া দধি মহোৎসব বা দন্ড মহোৎসবের | যাকে ঘিরে রয়েছে এক ইতিহাস | কারণ সেই উৎসবের সূচনা করেছিলেন কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ শ্রীনিত্যানন্দ প্রভু  স্বয়ং |পরম দয়াল নিতাই চাঁদের অশেষ করুনাগুণে সেদিন দন্ডের ছলে কৃপা লাভ করেছিলেন ভক্ত প্রবর রঘুনাথ দাস | আর তরই হাত ধরে সূচনা হয়েছিল এক ইতিহাসের যে ইতিহাস সময়ের সাথে আজও প্রবহমান | সপ্তগ্রাম নিবাসী জমিদারপুত্র রঘুনাথ দাস অতি অল্প বয়সেই শ্রীচৈতন্যের অপার প্রেম ভক্তিতে অনুরাগী হয়ে তাঁর প্রেমধন লাভের অভিলাষী হন | সেই কারণেই একদিন সংসার ত্যাগ  করে রাঘুনাথ মহাপ্রভুর কাছে ছুটে যান তার চরণে নিজেকে সমর্পণের  উদ্দেশ্য কিন্তু রঘুনাথের সঙ্গে সাক্ষাৎ করলেও প্রভু তাকে গৃহে ফিরে যেতে নির্দেশ দেন ও  মনদিয়ে  সংসার ধর্ম পালন করতে বলেন l প্রভুর নির্দেশমতো রঘুনাথ তখন বিফলমনোরথ হয়ে গৃহে  ফিরে আসেন কিন্তু সংসারে তার আর  মন টেকে না,  কারন গৌরপ্রেমের অনুরাগ যার হৃদয় ছুঁয়েছে  তাকে কি আর সংসারের বাঁধনে  বেঁধে রাখা যায়  lএমতোবস্থায় রঘুনাথ হঠাৎ  একদিন শোনেন  যে শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রভুনিত্যানন্দ  এখন অবস্থান করছেন গঙ্গার তীরবর্তী পানিহাটি নামক অঞ্চলে একথা শোনামাত্র রঘুনাথ তখন  ছুটে আসেন এই  পানিহাটিতে শ্রী নিত্যানন্দের কৃপা লাভের আশায়, কিন্তু  রঘুনাথ কে দেখে নিত্যানন্দ কপট অভিমানের সুরে বলেন  যে  “রঘুনাথ চোরা  তাকে সে  কৃপা করবে না কারণ  সে তাকে  ফাঁকি দিয়ে   চৈতন্যের কাছে গিয়েছিলো  প্রেমধন চুরি করতে ” এই প্রেম ধন চুরির অপরাধে  নিত্যানন্দ তখন রঘুনাথের দন্ডবিধান করেন এবং দন্ড স্বরূপ সেখানে উপস্থিত সকল ভক্ত বৈষ্ণব কে তিনি পেট ভরে চিড়ে কলা দই খাওয়াতে বলেন | প্রভু নিতাই চাঁদের আদেশে তখন রঘুনাথ সেখানে উপস্থিত সকল ভক্ত বৈষ্ণব কে চিড়া দধি খাওয়ানোর আয়োজন করেন এবং সূচনা হয় চিড়া দধি মহোৎসবের, যেহেতু নিত্যানন্দ প্রদত্ত দন্ডের  কারণে এই মহোৎসবের সূচনা হয়েছিল তাই এই  চিড়া দধি মহোৎসবের আরেক নাম হয় দন্ড মহোৎসব | শোনা যায় যে এই মহোৎসবে নিতাই চাঁদের আহবানে  স্বয়ং মহাপ্রভু দিব্য ভাব স্বরূপে  উপস্থিত হন এবং ভক্ত সঙ্গে পরম আনন্দে চিড়া  দধি ভক্ষণান্তে ভক্ত রঘুনাথ কে  পরম প্রেম ভক্তি কৃপা দান করেন  l পাশাপাশি দণ্ডের ছলে  নিত্যানন্দ প্রভুরও পরম করুনা লাভ করে ভক্ত রাঘুনাথ l
পুরান বাজার জগন্নাথ মন্দিরে পানিহাটি দধি চিড়া মহাউৎসবে বিশাল গোবিন্দ দাসাধিকারির পরিচালনায় পানিহাটি দধি চিড়া মহাউৎসবের কির্তন, প্রার্থনা,মন্দির প্রদক্ষিণ ও পানিহাটি দধি চিড়া মহাউৎসবের তাৎপর্য নিয়ে ধর্মীয় আলোচনা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com