স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের বিপনিবাগ এলাকায় ৪ সন্তানের জননী সোনিয়া আক্তার ২৫ নামে এক মহিলা গত কয়েক দিন যাবত ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে এ যে দেখার কেউ নেই। তবে জানাযায় শরীয়তপুর জেলার নড়িয়া থানা চরএা নপাড়া এলাকায় সোনিয়া আক্তার এর বাড়ি। তার বাবার নাম নুর মোহাম্মদ মা পারভীন বেগম ৫ ভাই ১ বোন সোনিয়া নিজে স্বামী মোঃ বাবুল ৪ সন্তানের মধ্যে ২ ছেলে ২ মেয়ে রয়েছে সোনিয়ার বড় মেয়ে রাশি (১২) ছেলে সুলতান (৮) সৌরভ (৭) ছোট মেয়ে মিম( ৪) সহ পরিবারজন রয়েছে এলাকায়। তিনি এই ঠিকানা বলেন এবং পুরো পরিবারের নাম বল্লে ও গত ১ একমাস হয় চাঁদপুরে অবস্থান করছেন।
অনেকে জানান এই মেয়েটি একা একা কথা বলছে মাথায় কোন সমস্যা আছে কি না জানি না আবল তাবল বলছেন। তবে তাহার পরিবাররা হয়তো তাকে খুজছেন পাগল হয়ে। কয়দিন হয় শহরের বিপনিবাগ মার্কেট এলাকায় এসে ঘোরফেরা করতে দেখা যায়। এ যে দেখার কেউ নেই। তবে সোনিয়া আক্তার জানান বাড়িতে ৪ সন্তান বাবা মা স্বামী সহ পরিবারজন রেখে চলে আসেন কেন সবাই কে ছেড়ে চলে আসলেন তিনি জানতেন না তবে নদী পথে ট্রলার দিয়ে চলে আসে সাংবাদিক জানান সোনিয়ার ছবি তুলতে চাইলে তিনি বলেন তুলেন ছবি তুলেন বিশ্বে দিয়া দিন আমার ছবি।
রাতে এখানে থেকেন অনেকে খাবার দিলে সেবার খাবার খায় না সোনিয়া আক্তার যারটা মন চায় তার খাবার খায়। এমনি এক বেলা খেলে না খেয়ে দিন যায় অসহা মেয়েটি। অসংখ্য হয়ে দিনজাপন করছে। তবে স্বামী বাবুল নদীতে মাছধরে। ছবি দেখে কেউ যদি ছিনে থাকেন তাহলে এখান থেকে নিয়ে যেতেও পারেন।