সুমন আহমেদ :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাড়ছে পাগলা কুকুরের উপদ্রব। গত এক সপ্তাহে পাগলা কুকুরে কামড়িয়েছে অন্তত ৩৬ জনকে। তাই আতংকে আছে এলাকাবাসী। কুকুরের উপদ্রব বাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কৃর্তপক্ষ জেলা থেকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সংগ্রহ করেছে বলে জানান।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৩ জুন উপজেলার ছেংগারচর পৌরসভার বিভিন্ন গ্রামে ১২ জন, ১৪ জুন ১০ জনসহ আরো অন্তত ১৪ জনসহ মোট ৩৬ জনকে কামড় দিয়ে আহত করেছে পাগলা কুকুর।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.হাসিবুল হাসান জানান, কুকুর, বিড়াল বা শেয়ালে কামড়ানো ব্যক্তিদের র্যাবিস ভ্যাকসিন বা টিকা দিতে হয়।প্রত্যেক জলাতঙ্ক রোগীকে ৪টি করে টিকা দিতে হয়। তা না হলে মৃত্যু হতে পাড়ে।
এটি একটি মারাত্মক রোগ।যা একবার হলে রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়ে।তবে বর্তমানে উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে।ডাক্তারের পরামর্শ মতে ভ্যাকসিন নিলে ভয়ের কিছু নেই।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ছেংগারচর পৌরসভার প্রশাসক মো.হেদায়েত উল্লাহ বলেন, আদালতে নিষেধাজ্ঞা থাকায় কুকুরগুলো নিধন করা যাচ্ছে না। তবে কুকুরগুলো ভ্যাকসিনের আওতায় আনার জন্য প্রানী সম্পদ কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা জানান, নিয়মানুযায়ী কুকুর পোষার জন্য আইন অনুযায়ী একটি রেজিস্ট্রেশন কার্ড নিতে হয়। সেক্ষেত্রে সে প্রাণীর গলায় একটি টোকেন দেয়া হয়।এরপর ভ্যাকসিনের আওতায় আনতে হয়।বেওয়ারিশ কুকুরের ক্ষেত্রে নিয়মানুযায়ী একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর অভিযান চালিয়ে মেরে ফেলা হয়। কুকুরগুলো৷ ভ্যাকসিনের আওতায় আনার জন্য জেলা প্রানী সম্পদ কার্যালয়ে সুপারিশ পাঠানো হয়েছে।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো.শাহাদাৎ হোসেন বলেন, কুকুরে কামড়ের বা জলাতঙ্ক রোগের র্যাবিস ভ্যাকসিন উপজেলা হাসপাতাল গুলোতে পাওয়া যায় না।জেলা হাসপাতালে দেওয়া হয়। তবে মতলব উত্তরে পাগলা কুকুরের উপদ্রব বাড়ায় সেখানে কিছু ভ্যাকসিন দেওয়া হয়েছে।