আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ
সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা জেলা লামাকাজি বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে ত্রাণ বিতারণ অব্যাহত রেখেছে কুমিল্লা জলা মুরাদনগর উপজেলা ১৫ নং নবীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আশ্রাফুল ইসলাম। বন্যাদুর্গত এই তিনটি উপজেলায় দুই লিটার বিশুদ্ধ পানি, পাওয়ারুটি ও শুকনা খাবার এক হাজার প্যাকেট বিতারন করেছেন। বন্ধু বান্ধব ও আত্মীয়স্বজনদের আর্থিক সহযোগিতায় আরো ১হাজার প্যাকেট এসে পৌঁছেছে।
আশ্রাফুল ইসলাম বলেন, পারিবারিক উদ্যোগে কুমিল্লা-৩, মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন(এফসিএ) নির্দেশে এসব ত্রান সামগ্রী ওই অঞ্চলে বিতারণ করা হয়েছে। আগামী ২২ তারিখ নেত্রকোনা জেলা মোহনগঞ্জ ও কলমাকান্দা এলাকায় ১হাজার প্যাকেট বিতারণ করবেন বলে আশা ব্যাক্ত করেন।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পলিশ সুপার(গণমাধ্যম) মোঃ লুতফর রহমান বলেন, আমরা সব সময় ভালো কাজে পাশে থাকি। বাড়ি বাড়ি গিয়ে সত্যিকারের ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের হাতে ত্রাণ তুলে দেওয়া হচ্ছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে এবছর সিলেটে আকস্মিক বন্য হয়েছে। ২০০৪ সালে এর পর এমন ভয়াবহ বন্য আর দেখেনি এঅঞ্চলের মানুষ।