মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
যৌথ বাহিনী কর্তৃক হাজীগঞ্জ উপজেলা হতে বিদেশি মদ উদ্ধার চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ২টি প্রতিষ্ঠানকে ৫৩,০০০/- টাকা জরিমানা। মতলব উত্তরে যৌথ বাহিনী কর্তৃক ০২ মাদক সেবী আটক স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়কালে পরিকল্পিত উন্নয়নের জন্য অর্থনৈতিক জোন খুবই গুরুত্বপূর্ণ —-চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক মাদক ব্যবসায়ী আটক চাঁদপুরে জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত চাঁদপুরে বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু  চাঁদপুরে সেরা সাঁতারুর খোঁজে ইয়েস কার্ড পেলেন ৪০ সাতারু  চাঁদপুর চেম্বার ভব‌নে ক্যাব সহ বি‌ভিন্ন দপ্ত‌রের সা‌থে ব‌্যবসা‌য়ি‌দের মত‌বিনময় সভা শাহ মাহমুদপুরে পাট জাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

ফরিদগঞ্জে পল্লী বিদ্যুতের মামলায় বিএনপি নেতা সহ আটক ২ দায়ের করা মামলা ও ডিজিএমের প্রত্যাহারের দাবিতে এলাকায় মানব বন্ধন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৪১০ বার পঠিত হয়েছে

 

: এমকে মানিক পাঠান
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের বকেয়া বিল পরিশোধের জন্য মাইকিং করতে গিয়ে স্থানীয় ক্ষুদ্ধ জনতা কর্তৃক ৫ কর্মকর্তা কর্মচারিকে মারধর ও সরকারী কাজে বাধা দেয়ার অভিযোগে মেঘনা পাড়ের এক জমিদার ও বিএনপির সাবেক নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মালার খবর শুনে গতকাল বৃহস্পতিবার সকালে শিক্ষার্থী ছাড়াও বিদ্যুতের লোড সেডিং এ অতিষ্ঠ হয়ে ক্ষুদ্ধ এলাকাবাসী মানব বন্ধন করেছ্ ে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে উক্ত মামলা ও পল্লী বিদ্যুতের ডিজিএমের প্রত্যাহারের দাবি তুলেছেন।
মামলার দুই আসামী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ও রুপসা বাজার ব্যবসায় কমিটির সভাপতি জামাই ফারুক (৪৬) ও জামাল হোসেনকে (৩৫) পুলিশ গ্রেফতার করে গতকাল বৃহস্পতিবার চাঁদপুরের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সুত্র জানায়, পল্লী বিদ্যূতের বকেয়া বিলা আদায়ের জন্য গত ২০ জুন সকাল ১১ টায় জোনাল অফিসের বাবুল মিয়া ব্যাটারী চালিত একটি অটোরিকসা ভাড়া নিয়ে ওই এলাকায় মাইকিং করতে যায়। এ সময় বিদ্যুতের অব্যহত লোডসেডিং এ অতিষ্ঠ হয়ে স্থানীয় ক্ষুদ্ধ তাদের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এ খবর পেয়ে পল্লী বিদূুতের এজিএম মো: মহসিন ও সহকারী প্রকৌশলী আবুল কালাম সহ কয়জন ঘটনাস্থুলে গেলে ক্ষুদ্ধ জনতা তাদের উপরও চড়াও হয়। এক পর্যায়ে নিরুপায় হয়ে পল্লী বিদ্যুতের ৫ জনকর্মকর্তা ও কর্মচারী ওই এলাকার জমিদার খ্যাত সৈয়দ মেহেদী হাছান চৌধুরীর উপস্থিতে তার বসত বাড়িতে অবস্থান নেয়ার পর ক্ষুদ্ধ জনতা সেখানেও তাদেরকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থুলে গিয়ে পল্লী বিদ্যুতের ৫ জনকে উদ্ধার করে নিয়ে আসে।
মামলার প্রধান অভিযুক্ত আসামী সৈয়দ মেহেদী হাছান চৌধুরী বলেন, এলাকায় পল্লী বিদ্যুতের অব্যহত লোড সেডিং এ অতিষ্ঠ জনতা তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে আমার বসত বাড়িতে পল্লী বিদ্যুতের লোকজনকে নিরাপদে হেফাজতে রেখে বিষয়টি সমজোতা করে আবার তাদেরকেই পুলিশের উপস্থিতিতে বিনা বাধায় চলে যেতে সাহায্যে করেছি। এখন দেখি ওরা চলে গিয়ে গিয়ে উল্টো আমাকে প্রধান আসামী করে মামলা দেয়ার বিষয়টি উদ্দেশ্য মূলক বলে আমি মনে করি।
এ নিয়ে এলাকার ইউপি চেয়ারম্যান কাউছারুল আলম কামরুল ইসলাম তাৎক্ষনিক কোন বক্তব্য দিতে রাজী নয় উল্লেখ করে এ সংবাদদাতাকে বলেন, তিনি পরে লিখিত আকারে ফরিদগঞ্জ প্রেসক্লাবে বক্তব্য দিবেন।
পল্লী বিদ্যূতের ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো: প্রকৌশলী কামাল হোসেন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা রয়েছে বিদ্যুতের বকেয়া বিল আদায় করতে । বিল পরিশোধ না করলে বিদ্যূৎ বিচ্ছিন্ন করারও সরকারী নির্দেশনা রয়েছে। প্রধানমন্ত্রী ওই ঘোষনা বাস্তবায়ন হিসেবে গ্রাহকের বকেয়া বিল পরিশোষের অনুরোধ জানিয়ে এলাকায় মাইকিং করতে গেলে স্থানীয় জনতা পল্লী বিদ্যুতের লোকজনকে অহেতুক মারধর করা ছাড়াও কয়েক ঘন্টা তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে। পরে পুলিশের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি মো: শহীদ হোসেন বলেন, সরকারী কাজে বাধা দেয়া সহ বিভিন্ন অভিযোগে সৈয়দ মেহেদী হাছান চৌধুরীকে প্রধান আসামী করে ৮ জনের নাম উল্লেখ সহ অঙ্গাত নামা আরো ৭/৮ জনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com