মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
যৌথ বাহিনী কর্তৃক হাজীগঞ্জ উপজেলা হতে বিদেশি মদ উদ্ধার চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ২টি প্রতিষ্ঠানকে ৫৩,০০০/- টাকা জরিমানা। মতলব উত্তরে যৌথ বাহিনী কর্তৃক ০২ মাদক সেবী আটক স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়কালে পরিকল্পিত উন্নয়নের জন্য অর্থনৈতিক জোন খুবই গুরুত্বপূর্ণ —-চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক মাদক ব্যবসায়ী আটক চাঁদপুরে জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত চাঁদপুরে বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু  চাঁদপুরে সেরা সাঁতারুর খোঁজে ইয়েস কার্ড পেলেন ৪০ সাতারু  চাঁদপুর চেম্বার ভব‌নে ক্যাব সহ বি‌ভিন্ন দপ্ত‌রের সা‌থে ব‌্যবসা‌য়ি‌দের মত‌বিনময় সভা শাহ মাহমুদপুরে পাট জাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

মতলব উত্তরে এসডিএফের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১১১ বার পঠিত হয়েছে

সুমন আহমেদ :
মতলব উত্তরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে ও এসডিএফ’র সুজাতপুর ক্লাস্টার’র ক্লাস্টার আবুল খায়ের সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধঅ এমএ কুদ্দুস। প্রকল্পের কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, এসডিএফ চাঁদপুর জেলার জেলা ব্যবস্থাপক মোহাম্মদ ইয়াছিন। অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন, এসডিএফের কুমিল্লা অঞ্চলের ব্যবস্থাপক (আইসিবি) কামাল হোসেন, ভাইস-চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, আবু বকর সিদ্দিক খোকন, সাখাওয়াত হোসেন মুকুল, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, আ. লতিফ মিয়াজী, গোলাম নবী খোকন।
এসময় বিভিন্ন সরকারী, বেসরকারী বিভাগের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সিভিল সোসাইটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কমিউনিটি পরিচালিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এ প্রকল্পের মূল দর্শন। যেখানে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠী নিজেরাই নিজেদের উন্নয়নের পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়ন করে থাকে। অবহিতকরণ সভায় রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলীহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন। উপস্থাপনা শেষে মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।
স্বাগত বক্তব্য রাখেন, এসডিএফ চাঁদপুর জেলার জেলা ব্যবস্থাপক মোহাম্মদ ইয়াছিন বলেন, এসডিএফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি অলাভজনক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এসডিএফ শুরু থেকেই সামাজিক বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে গ্রামীন দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারকে সহোযোগীতা প্রদান এবং সুবিধাবঞ্চিত দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবিকায়ন ও জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন ও টেকসই গ্রামীণ প্রতিষ্ঠান তৈরীর মাধ্যমে তাদের আর্থ সামাজিক উন্নয়ন সাধন এসডিএফ এর মুল উদ্দেশ্যের কথা তিনি ব্যক্ত করেন।
প্রসঙ্গত, এসডিএফ প্রশিক্ষণ সমিতি গঠন, সচেতনতা তৈরি সহ নানান উদ্যোগের মাধ্যমে উপজেলার ৭ টি ইউনিয়নের ৫০ টি গ্রামের তৃণমূলের গ্রামীণ দরিদ্র, অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে টেকসই প্রকল্প বাস্তবায়ন করবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com