মানিক দাস// চাঁদপুর শহর ও আশপাশের ইউনিয়ন গুলোতে পাগলা কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত কুকুরের কামড়ে আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে জলাতন্ক প্রতিরোধ ও নিয়ন্ত্রন কেন্দ্রে জলাতন্কের টিকা নিতে ছুটে আসছে। গত১৭ জুন থেকে ২৪ জুন পর্যন্ত এক সপ্তাহে ২২ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিতে চাঁদপুর সরাকারি জেনারেল হাসপাতালে এসেছে।
সপ্তাহে কুকুরের আক্রমনে আহত ২২ জনকে কামরিয়েছে। তার মধ্যে শিশুর সংখ্যাই বেশি। পাগলা কুকুর গুলো শিশুদের কে মুখ মন্ডলে বেশি কামরে আহত করেছে।
গত ১৭জুন থেকে গতকাল ২৪ জুন পর্যন্ত কুকুরের কামড়ে আহতরা হলো, হাসিব (৯),তামিম আরাফাত (১৬)মাহিন উদ্দিন (৩২),মামুন (৫৫), মিনহাজ (২০),রফিক তালুকদার (২০),রেনু বেগম(৫০),রুপালী (১০), শামিম (২০),ইতি (৩),খাদিজা (২২),নাইম (১৪),রজু (১৯),আল আমিন (১১),সানজিদা ৭),নুরু খ্ন (৬), কাকলি (৫০),মানহা(৬),সুফিয়া বেগম(৭০),আরিসা (২), মাকসুদা বেগম (৪০),ফারজানা (৬০),মামুন (১৬)।
তবে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সূত্রে জানাগেছে সরকারি ভাবে প্রচুর পরিমান ভ্যাকসিন তাদের কাছে রয়েছে। তবে কুকুরে কামরালে প্রথমে ক্ষতস্হানে সোডা জাতীয় সাবান দিয়ে পরিস্কার করার জন্য তাা আহত রোগীর পরামর্শ দিচ্ছেন।