স্টাফ রিপোর্টার
চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস ও ভিপি, সাবেক কৃষক লীগ নেতা, চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার শাজাহান চোকদার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ……… রাজিউন)। তিনি সোমবার দুপুর আড়াইটায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট্য সরকারি জেনারেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।
সোমবার রাত ৯টায় চাঁদপুর শহরের হাসান আলী হাইস্কুল মাঠে জানাজায় শেষে চাঁদপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ, শাজাহান চোকদার চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস ও ভিপি, সাবেক কৃষক লীগ নেতা, চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার ছিলেন। এছাড়াও গনি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র (১৯৬৬ সালে), চাঁদপুর ক্যাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ( ক্যাব) চাঁদপুর জেলা শাখার নির্বাহী সদস্য, চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন ছাত্র পুনর্মিলনীতে দুইবারের সদস্য সচিবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।