মানিক দাস // জগন্নাথদেবের রথযাত্রাও প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতেই অনুষ্ঠিত হয়ে থাকে। যদিও আষাঢ় মাসের পুষ্যানক্ষত্রযুক্ত শুক্লা দ্বিতীয়া তিথিতেই রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার নিয়ম। কিন্তু প্রতি বছর তো আর পুষ্যানক্ষত্রের সঙ্গে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথির যোগ হয় না, তাই কেবল ওই শুক্লা দ্বিতীয়া তিথিতেই রথযাত্রা শুরু হয়ে থাকে। তবে কখনও এই তিথির সঙ্গে পুষ্যানক্ষত্রের যোগ হলে সেটি হয় একটি বিশেষ যোগ-সম্পন্ন রথযাত্রা।
হিন্দু সম্প্রদায়ের পদ্মপুরাণে উল্লেখ রথযাত্রায় শ্রীবিষ্ণুর মূর্তিকে রথারোহণ করানোর কথা বলা হয়েছে। জগন্নাথদেবের মূর্তি যে শ্রীকৃষ্ণ তথা শ্রীবিষ্ণুরই আর একটি রূপ তা সকলেই স্বীকার করেন। তবে স্কন্দপুরাণে কিন্তু প্রায় সরাসরিভাবে জগন্নাথদেবের রথযাত্রার কথা রয়েছে।
এ রথ যাত্রা উপলক্ষে চাঁদপুর শহরের পুরান বাজার জগন্নাথ মন্দির কমিটি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। আগামী১ জুলাই শুক্রবার ভোররাত সাড়ে চারটায় মঙ্গলারতি, সকাল সাড়ে সাতটায় দর্শনার্থী ও গুরুপূজা, সকাল আটটায় চৈতন্যচরিতামৃত পাঠ, সকাল ৯ টায় অগ্নিহোত্র যজ্ঞ, দুপুর ১২ টায় ভোগ আরতি, দুপুর সাড়ে বারোটায় জগন্নাথ লীলামৃত পাঠ, দুপুর দুইটায় ভজন কীর্তন ও প্রসাদ বিতরণ, বিকেল চারটায় জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে জগন্নাথ দেবের রথ যাত্রার শুভ উদ্বোধন করা হবে। সন্ধ্যা সাতটায় আরতী কীর্তন অনুষ্ঠিত হবে।সপ্তাহ ব্যাপী এসব ধর্মীয় অনুষ্ঠান নতুন বাজার শ্রী শ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
২ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে ভজন কীর্তন দুপুর ১২ টায় ভোগান্তি দুপুর একটায় জগন্নাথ লীলামৃত পাঠ দুপুর দুইটায় প্রসাদ বিতরণ চারটায় ভজন কীর্তন সন্ধ্যা সাতটায় আরতী কীর্তন রাত আটটায় জগন্নাথ লীলামৃত পাঠ পাঠ করবেন স্বামী-শ্রীমৎ ভাগবত গোস্বামী মহারাজ পঞ্চগড়।
৫ জুলাই পর্যন্ত কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে ভজন কীর্তন দুপুর ১২ টায় ভোগারতি, দুপুর একটায় জগন্নাথ লীলামৃত পাঠ, দুপুর দুইটায় প্রসাদ বিতরণ, চারটায় ভজন কীর্তন, সন্ধ্যা সাতটায় আরতী কীর্তন, রাত আটটায় জগন্নাথ লীলামৃত পাঠ, পাঠ করবেন শ্রীমান সঞ্জয় চক্রবর্তী মতলব।
৬ জুলাই পর্যন্ত কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে ভজন কীর্তন দুপুর ১২ টায় ভোগারতি, দুপুর একটায় জগন্নাথ লীলামৃত পাঠ, দুপুর দুইটায় প্রসাদ বিতরণ, চারটায় ভজন কীর্তন, সন্ধ্যা সাতটায় আরতী কীর্তন, রাত আটটায় জগন্নাথ লীলামৃত পাঠ, পাঠ করবেন শ্রীমান অনিক গোস্বামী মতলব।
৭ জুলাই পর্যন্ত কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে ভজন কীর্তন দুপুর ১২ টায় ভোগারতি, দুপুর একটায় জগন্নাথ লীলামৃত পাঠ, দুপুর দুইটায় প্রসাদ বিতরণ, চারটায় ভজন কীর্তন, সন্ধ্যা সাতটায় আরতী কীর্তন, রাত আটটায় জগন্নাথ লীলামৃত পাঠ, পাঠ করবেন অধ্যাপক শৈলেন কুমার মিত্র লাকসাম।
আগামী ৮ জুলাই শুক্রবার ভোররাত সাড়ে চারটায় মঙ্গলারতি, সকাল সাড়ে ৭ টায় দর্শনার্থী ও গুরুপূজা , সকাল ৯ টায় বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, সকাল ১১ টায় ভজন কীর্তন, ভোগ আরতি, হরিনাম কীর্তন। দুপুর ১ টায় ভাবত পাঠ।পাঠ করবেন রতন দেবনাথ আলীগঞ্জ। দুপুর দুইটায় প্রসাদ বিতরণ, বিকেল ৪ টায় কালীবাড়ি মন্দির প্রাঙ্গন থেকে জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত হবে।