ছোটন সরদার রাজশাহী।
রাজশাহী শহরকে বলা হয় সবুজ নগরী।রাস্তার দুইপাশে টাইলস কৃত ফুটপাত ও মাঝখানের আইলেন্ড জুড়ে রয়েছে সবুজ গালিচা,কোথাও বাহারী গাছ আবার কোথাও যেন ফুলবাগিচার মতে ফুটে রয়েছে সূর্যমুখী ফুল।কিন্তুু এই টাইলস কৃত চকচকে ফুটপাত অবৈধ ফুটপাত ব্যাবসায়ীদের দখলে।রাতদিন(২৪)চব্বিশ ঘন্টা ফুটপাত দখল করে ব্যাবসা করছে অবৈধ ব্যাবসায়ীরা।
বাদাম বির্ক্রেতা,ডাবওয়ালা,ফলের দেকান ও চায়ের দোকান থেকে শুরু করে বড় বড় খাবার হোটেল গড় উঠেছে দুই পাশের ফুটপাত জুড়ে।এতে করে নানা রকম ভোগান্তিতে পড়ছে হাসপাতালে সেবা নিতে আসা ও হেটে চলা পথচারী সাধারন মানুষ। রাস্তা দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে অনেক সময়।হাসপাতালের একটু সামনেই অবস্থিত রাজশাহী বিভাগীয় সরকারী গন্থাগার।
হঠাৎ করে সাধারনত গন্থাগারের ফটক সহজে কারও ছোখে পড়ে না। অবৈধ দেকান ও রোগী বহন কারী এম্বুলেন্স দিয়ে ঢেকে থাকে গন্থাগারের প্রধান ফটক।প্রসাসন দ্বারা উচ্ছেদ করার পর কয়েকদিন বাদে আবারও পূনরায় দোকান পেতে ব্যাবসা করে।নাম প্রকাশে অনিচ্ছুক এক ফুটপাত ব্যাবসায়ীর সাথে আলোচনা করে জানা যায়,স্থানীয় কোন প্রভাবশালী ব্যাক্তিকে প্রতিদিন নির্ধারিত চাঁদা দিয়ে ব্যাবসা করে।প্রসাসন দোকান উঠিয়ে দিলে, ক্ষমতার দাপটে পূনরায় আবার দোকান বসিয়ে দেয় বলে জানা যায়।