মানিক দাস // চাঁদপুর পুরান বাজার জগন্নাথ মন্দিরের আয়োজনে সপ্তাহ ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান নতুন বাজার শ্রী শ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গনে চলছে। ২ জুলাই সকাল থেকে ধর্মীয় এ সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
রাত ৮ টায় জগন্নাথ লীলামৃত পাঠ করেন পঞ্চগড়ের ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভাগরত গোস্বামী মহারাজ।
সন্ধ্যার পর থেকে হিন্দু সমপ্রদায়ের ভক্ত নর নারীরা কালীবাড়ি মন্দিরে সমবেত হতে থাকে জগন্নাথ লীলামৃত শ্রবণ করার জন্য। পাঠক ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভাগরত গোস্বামী মহারাজ এমন ভাবে পাঠ করেন ভক্তরা শান্ত পরিবেশে তা শ্রবন করেন। এছাড়া সকাল দশ টায় অনুষ্ঠিত হয় ভজন কীর্ত্তন ও হরিনাম কীর্ত্তন।দুপুরে অনুষ্ঠিত হয় ভোগারতি। বিকাল চার টায় আবারো অনুষ্ঠিত হয় ভজন কীর্ত্তন ও হরিনাম কীর্ত্তন।সন্ধ্যায় অনুষ্ঠিত হয় তুলশী আরতী
কীর্ত্তন। সব শেষে রাত দশটায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়। পুরান বাজার জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক ডাঃ সহদেব দেবনাথ ও মন্দিরের অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাসাধিকারি সার্বিক সহায়তায় এ ধর্মীয় উৎসব করা হচ্ছে।