গাজী মোঃ ইমাম হাসানঃআসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে অংশ গ্রহন বিষয়ে ভোটারসহ রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র আস্তভাজন ও একান্ত স্নেহধন্য সাবেক সদস্য মোঃ মুকবুল হোসেন মিয়াজী। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সকাল ১১ টায় সদস্য তথা ভোটারসহ রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে তিনি উক্ত পদে নির্বাচন করার আশা ব্যক্ত করেন।
এসময় মোঃ মুকবুল হোসেন মিয়াজী বলেন, আমি মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে ও শিক্ষামন্ত্রী ডা দীপু মনি এমপি ও তাঁর সহদর বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ জেআর ওয়াদুদ টিপু ভাইয়ের স্নেহে স্বাধীনতা স্বপক্ষ দলের রাজনীতি করছি। দলের সকল আন্দোলন সংগ্রাম ও কর্মসূচীতে সব সময় আপনাদের ও সদর থানা যুবলীগের নেতৃবৃন্দেরকে সাথে নিয়ে কাজ করে আসছি। আপনারা সব সময় আমাকে কাছে পেয়েছেন।
আমি আমার সাধ্য অনুসারে দলের পাশাপাশি জণকল্যাণে কাজ করে আসছি। সব সময় চেষ্ঠা করেছি মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে। যারা জন্য আজ নির্বাচনী এলাকায় আমার একটা সামাজিক ও রাজনৈতিক পরিচয় রয়েছে।আমি চাই একটা অবস্থানে থেকে জনগণের প্রাপ্য অধিকার ও বর্তমান সরকারের উন্নয়ন সুষম বন্টনের মাধ্যমে আপনাদের সাথে থাকতে। বিগত পরিষদে সদস্য থাকা কালিন সময়ে আমার ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন করা হয়েছে।গন কবর স্থান,পাকা ঘাটলা নির্মান,শহীদ মিনার নির্মান,স্কুল-বিদ্যালয় পুর সংস্কার,ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তিসহ বিভিন্ন আর্থিক সহায়তা করেছি।তাই আপনারা আমাকে চান বলেই আমি চাঁদপুর জেলা পরিষদের সদস্য পদে প্রার্থী হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।আমি যেন আপনাদের ভোটে ও দোয়ায় পুরনায় সদস্য পদে নির্বাচিত হয়ে আমার উন্নয়ন কাজ চলমান রাখতে পারি।মতবিনিময় সভায় এসময় তরপুরচন্ডী ইউনিয়ন টরিষদের বিভিন্ন সদস্য ও সদর থানা যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলো।