শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
মাহবুবুর রহমান শাহীন বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনস  সেক্রেটারীজ ফোরামের  এডহক কমিটির সহ সভাপতি নির্বাচিত নওগাঁয় মহিলাসহ ৪ ভুয়া পুলিশ আটক  চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ  সেনাবাহিনীর যৌথ  অভিযান। ৫টি প্রতিষ্ঠানকে ৪০,০০০/- টাকা জরিমানা। চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ  সেনাবাহিনীর যৌথ  অভিযান। ৮টি প্রতিষ্ঠানকে ৮০,০০০/- টাকা জরিমানা পরিচালকের নির্দেশে ওয়ার্ড বয় ফারুক শিশু কে কবরস্হানে রেখে আসে // ইউনাইটেড হাসপাতাল সিলগালা  চাঁদপুর শহরের মাঠসমূহ দখলমুক্ত ও খেলাধুলার উপযোগী করা দাবিতে সংবাদ সম্মেলন ২২ সেপ্টেম্বর চাঁদপুরে শুরু হচ্ছে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শ্রীশ্রী মহাপ্রভুর নীলাচল মন্দিরের পক্ষ থেকে এই প্রথম তর্পণের আয়োজন  চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে   ইয়াবা ব্যবসায় ধরা খেল ৬ জন বীরগঞ্জে এলজিইডি কর্তৃক দিনব্যাপী ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

মতলবে পুকুরের পানি পরীক্ষার আবেদনে সরেজমিন তদন্তে স্যানিটেশন ইন্সপেক্টর

  • আপডেটের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১২১ বার পঠিত হয়েছে

 মতলব প্রতিনিধিঃ মতলব দক্ষিণ উপজেলা নারায়ণপুর ইউনিয়ন, উত্তর বাড়ৈগাঁও ছায়েদ আলী খলিফা বাড়ির পুকুরের পানি দুষিত হয়ে মাছ মারা যাওয়ার অভিযোগে মতলব দক্ষিণ উপজেলা স্যানিটেশন কর্মকর্তা বরাবরে দরখাস্ত করেছে শাহ আলম প্রধান। আবেদনের সুত্র ধরে উপজেলার বাড়ৈগাঁও গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মো, শাহ আলম প্রধান (মরহুম ছায়েদ আলী খলিফা বাড়ির) এর লিজকৃত মাছ চাষ উপযোগী একটি পুকুরে দেশীয় ও বিদেশী প্রজাতির হাইব্রীড জাতীয় মাছ চাষ করে আসিতেছি কয়েক বছর ধরে। ওই চাষী পুকুরে ব্যাক্তি মালিকানা পরিবারের শৌচাগারের দূর্গন্ধজনিত ময়লা পানি, গোবাদি পশুর উৎসৃষ্ট বর্জ্যপদার্থ,গরুর চনা ও মিশ্র মলমুত্রসহ অব্যবহৃত আবর্জনায় পুকুরের পানি দুষিত হয়ে বিপুল পরিমান মুল্যবান মাছ মারা যায়। এতে আবেদন কারী বিপুল পরিমান অর্থের লোকসান পরে।

গত ২৫ আগস্ট পুকুরের পানি শোধনাগারে পরীক্ষা করার জন্য মতলব দক্ষিণ উপজেলা স্যানিটেশন ইন্সপেক্টরের নিকট একখানা লিখিত দরখাস্ত করেন। অভিযোগকারীর আবেদনে অভিযুক্তরা হলেন,একই বাড়ির ও প্রতিবেশী,মো,ছানাউল্লাহ ওরফে মহন,বাবুল প্রধান ও বশির প্রধান। অভিযোগকারী শাহ আলম প্রধান বলেন,বিগত ২০ বছর যাবৎ পৈতিৃক বাড়ির এজমালি পুকুর বাড়ির মালিকা অংশিদারদের মতামতের ভিত্তিতে লিজ সংগ্রহ করি। লিজকৃত পুকুরে আমি মাছ চাষ করে আসিতেছি। চলতি বছর আগস্ট মাসে আমার চাষীয় পুকুরে লক্ষাধিক টাকা মুল্যের মাছ মরে ভেসে উঠে এবং পানিতে তলিয়ে যায়। বিষয়টি আমার নজরে আসলে মাছ মরার বিষয় উল্লেখ করে আবেদনের পরিপেক্ষিতে আজ ৭সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা সরেজমিনে বিষয়টি দেখেন। স্যানিটেশন ইন্সপেক্টর খোরশেদ বলেন,আবেদন পেয়ে সরেজমিনে দেখেছি এবং উভয় পক্ষের সাথে কথা বলেছি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com