বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

ব্যারিস্টার সুমনের দল প্রীতি ম্যাচে হরিপুর ফুটবল একাদশকে ৪ গোলে হারালো

  • আপডেটের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৫ বার পঠিত হয়েছে
মোঃ আবুল হাসান ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের হরিপুর ফুটবল একাদশের সঙ্গে ব্যারিস্টার সায়েদুল হক সুমন ফুটবল একাডেমীর এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কারবালার মাঠে এ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। হরিপুর ফুটবল একাদশ এর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে ব্যারিস্টার সুমন ফুটবল টিম ৪-০ গোলে জয়লাভ করে। কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক খেলাটি উপভোগ করে।
পরে শুভেচ্ছা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল, হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর, সরকারি মোসলেম উদ্দিন কলেজের অধ্যক্ষ সৈয়দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মনোযারুল ইসলাম রিপন প্রমুখ।
বিশেষ করে জনসাধারণ ব্যরিস্টার সুমনের সাথে ছবি ও ভিডিও তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন।
জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্যে ব্যরিস্টার সুমন বলেন- ঠাকুরগাঁওয়ে ৩দিন থেকে অবস্থান করছি। এ জেলার মানুষজন যে এত ভাল, অতিথি পরায়ন সেটা জানা ছিল না। ঠাকুরগাঁও জেলা ঘুরে দেখেছি, এ জেলার মানুষজন খুবই শান্তি প্রিয় মনে হয়েছে। তাদের দেশে মনে হয়েছে ব্রিটিশদের মত। এ জেলায় একটি পুরাতন বিমানবন্দর রয়েছে। সেটি চালু করা জরুরী। কখনও দেশরত্ন শেখ হাসিনা আমাকে যদি জিজ্ঞেস করে তুমি এমপি চাও নাকি ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চাও, আমি ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চাইবো।
ফুটবল খেলায় হারজিত কোন ব্যাপার না। কিন্তু বর্তমানে দেশের ফুটবল যে আইসিইউতে ঢুকে গেছে সে জায়গা থেকে উত্তোরন করতে ভুমিকা রাখতে হবে। ভবিষ্যতে এ জেলার মানুষজনকে তার নিজ এলাকা সিলেটের হবিগঞ্জে আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com