মানিক দাস // মা ইলিশের প্রজনন রক্ষায় চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ কালে চাঁদপুর হরিণা ফাঁড়ি পুলিশ নদীতে অভিযান পরিচালনা করে ৬ জেলেকে আটক করেছে।
১৯ অক্টোবর বুধবার হরিণা ফাঁড়ি পুলিশ হানারচর ইউনিয়নের আখনের হাট এলাকার মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ আহরন কালে একটি ইঞ্জিন চালিত নৌকা সহ ৬ জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলো মিন্টু চৌকিদার ( ২৭),শরিফ চৌকিদার( ২২),শামিম বেগ (১৯),নাঈম চৌকিদার (২০),জিহাদ বেগ (২৭)ও রফিক চৌকিদার (৬২)।এরা সকলেই ১২ নং চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের বাসিন্দার। মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষন অভিযানে তাদের কে আটক করা হয়। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সংশোধিত
২০১৩ ) এর ৫(১)/৫(২)(খ)ধারার অপরাধে আটক করা হয়েছে। এ ব্যাপারে হরিণা ফাঁড়ি পুলিশের উপ পরিদর্শক বাবুল বালা নিয়মিত মামলা দায়ের করেছেন।