মানিক দাস //
চাঁদপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা- ইলিশ ধরার অপরাধে গত ২৪ ঘণ্টায় অভিযানে ৩৯ জেলেকে আটক করা হয়েছে।১৩ জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আরো ২২ জেলেকে মোবাইল কোটের মাধ্যমে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
গত ২১ অক্টোবর সকাল থেকে ২২ অক্টোবর শনিবার সকাল পর্যন্ত চাঁদপুর নৌ পুলিশের অফিসার ইনচার্জ কামরুজ্জামানের নেতৃত্বে অভয়াশ্রম এলাকার পদ্মা – মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে।
সদর উপজেলার রাজরাজেশ্বর, পুরাণবাজার, লক্ষিরচর, চিরারচর, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত গত ২৪ ঘন্টায় মোট ৩৯ জন জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৩ জন জেলের বিরুদ্ধে মৎস্য সংরক্ষন আইনে মামলা দায়ের করা হয়েছে। এরা হলোঃ
রহমান গাজী (৩৪),বিল্লাল হোসেন (৩২),সাইফুল ইসলাম (২৩),মজলু প্রধান (৩৫),রাজিব হোসেন (৩০),ডালিম (৩০),দেলোয়ার হোসেন (৩৫),শাহ আলম (৪০),মারুফ (২২),ফারুক বেপারী (৪৮),রহমতউল্যা (৪৬),ইলিয়াস (২৩) ওকাদের সর্দার (৪৬)।
মোবাইল কোটে ২২ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।তারা হলোঃ ইউসুব আলী দর্জি (৫৩)শাহজালাল বকাউল ( ৫০),মনির হোসেন দর্জি (২৮),রুহুল আমিন দর্জি (২০),আল আমিন পাঠান (২০),বিল্লাল চোকদার (২০),হযরত আলী সর্দার (৪৫),রাকিব হোসেন (১৯),করিম গাজী (২৮),হুমায়ন খান (২৮),শাহ আলম মোল্লা (২৬),জাহাঙ্গীর খান (৩০),কুদ্দুস আলী (৩০),কালু পাঠান (১৮),সাগর (২০),জুয়েল চোকদার (২০),ইয়াজলা (৪০),সবুজ (১৮),রিপন (২৬),নাজিম উদ্্দিন (৩০),আঃ আলিম (৩৫),রহিম (২০),চাঁদপুর জেরা প্রসাশক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেসকাতুল হাসান ও এ আর এম জাহিদ হাসান মোবাইল কোট পরিচালনা করে তাদের কে এক করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠিয়েছে।
অপ্রাপ্ত বয়স্ক চারজনকে মুচলেকায় তাদের পরিবারের জিম্মায় দিয়েছে। এসময় ১ কোটি ৩৬ লাখ ৭ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। সেই জাল আগুনে পুড়িয়ে বিনস্ট করা হয়।তাছাড়া ১২ নৌকার মাধ্যে ৯ টি নৌকা ফুটো করে নদীতে ডুবিয়ে দেয়া হয়। ৩ টি নৌকা নৌ থানায় নিয়ে আসা হয়।১ শ ৪২ কেজি মা ইলিশ জব্দ করা হয়।৫২ কেজি ইলিশ মাছ হিমাগারে সংরক্ষণ করা হয় আর বাকী মাছ এতিম খানায় বিতরন করা হয়।