সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০২:১০ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে আধুনিক ইলিশ অবতরণ কেন্দ্র স্থাপনে কার্যক্রম শুরু চাঁদপুরের পুরানবাজারে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ০৩ (তিন) প্রতিষ্ঠানকে অর্থদণ্ড। চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর খান আর নেই মতলব উত্তরে জমিয়তে উলামায়ে ইসলামের সদস্য সম্মেলন ও কাউন্সিল  আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবীতে  চাঁদপুরে ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের মানববন্ধন  বাবুরহাট মতলব-পেন্নাই সড়কে  মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু  আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে তুহিন হত্যার বিচারের দাবীতে চাঁদপুরে সাংবাদিকদের মানববন্ধন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মাজেদ, সম্পাদক আতিউর চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার কর্মসূচি 

পুঠিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৮২ বার পঠিত হয়েছে

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর পুঠিয়ায় সিরামপুর বিল থেকে অজ্ঞাত (২৭) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের শরীরে জখমের চিহ্ন রয়েছে। স্থানীয়রা বলছে, দুর্বৃত্তরা ওই যুবককে দূরে কোথাও হত্যার পর এখানে ফেলে দিয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সিরামপুর বিল থেকে ওই যুবকের থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিলমাড়িয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন।

এসআই ফিরোজ বলেন, মরদেহ উদ্ধারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করবে।

এই শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, সকালে স্থানীয় কৃষকেরা বিলে কাজ করতে যান। এ সময় ওই যুবকের মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানা-পুলিশে খবর দেয়।

চেয়ারম্যান আরও বলেন, লাশটি ফুলে গেছে। কয়েকটি স্থানে জখমের চিহ্ন রয়েছে। এই বিলে কবে বা কখন লাশটি ফেলে রাখা হয়েছে তা বলা যাচ্ছে না।

এ ঘটনায় পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, এখনো পর্যন্ত ওই মরদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে তার পরিচয় নিশ্চিত করতে বিভিন্ন মাধ্যমে বার্তা পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দূরে কোথাও তাঁকে হত্যা করে এই বিলে ফেলে রেখে গেছে। তবে তদন্তকাজ চলছে। অন্যদিকে উদ্ধারকৃত মরদেহের ময়নাতদন্ত করতে রামেক হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com