বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপিত চাঁদপুরে এসির মাল চুরি করে ধরা পড়েই পুলিশকে হুমকি চাঁদপুরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি, শ্রেণী কার্যক্রম বন্ধে শিক্ষার্থীদের ভোগান্তি  Эффект ранга на известность онлайн-казино Онлайн казино и самые популярные игры на деньги: где и во что рекомендуется участвовать Анализ онлайн-казино: регистрация, акции и денежные ставки ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডাস্টবিন বিতরণ বীরগঞ্জে ক্ষুদে বৈজ্ঞানিক কে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা, স্থানীয়দের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। ফেসবুক স্ট্যাটাসের পর জেরিনের আত্মহত্যা //  স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক  বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন.

জনবান্ধব জনসেবায় বদলে গেছে আশুলিয়ার ভূমি অফিস

  • আপডেটের সময় : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৪৬ বার পঠিত হয়েছে
আলমাস হোসেন :
বর্তমান সময়ে সরকারি কর্মকর্তাদের সাথে কথা বলতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। দেখা মিললেও এক কথার যায়গায় দুই কথা বলা যায় না। সেখানে সম্পূর্ন ব্যতিক্রমধর্মী আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন।
ভূমি সেবা নিয়ে মানুষের দুর্ভোগ দীর্ঘদিনের। কিন্তু আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন এর নানামুখী পদক্ষেপের ফলে ইতিমধ্যে সাধারণ মানুষের কাছে আশুলিয়া ভূমি অফিস একটি জনবান্ধব ভূমি অফিসে পরিণত হয়েছে।
সাভারের নবীনগর-চন্দ্র মহাসড়ক লাগায়ো আশুলিয়ার পলাশবাড়ীর সাদমান টাওয়ারেই অবস্থিত এই ভূমি অফিস। গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই দেখা যায় সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন নিজ অফিস নিচে গাড়ি পার্কিংয়ের খোলায় জায়গায় চেয়ার টেবিল নিয়ে বসে আছেন। তাকে ঘিরে রয়েছে বিভিন্ন শ্রেণী-পেশার অর্ধশতাধিক সেবাপ্রার্থী। সহকারী কমিশনার (ভূমি) নিজেই প্রত্যেকের সাথে তাদের সমস্যা নিয়ে কথা বলছেন। দিচ্ছেন সমাধান।
খোঁজ নিয়ে জানা যায়, জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিতে সহকারী কমিশনার (ভূমি) নিজ অফিস ছেড়ে নিচ তলার গাড়ি পার্কিংয়ের এই খোলা জায়গায় এভাবেই নিয়মিত গণশুনানি করেন।
সেবাপ্রার্থী চিত্রশাইলের ষাটোর্ধ তোফায়েল আহমেদ বলেন, এসিল্যান্ড সাহেব অনেক ভালো মানুষ। যদিও আমার কাজটা আজকে হয় নাই। কারন আমার আবেদনে ভুল ছিল। তিনি সব কথা শুনলেন এবং পরামর্শ দিলেন। খুব ভালো লাগছে। উনার জন্য আল্লাহর নিকট দোয়া করছি।
সেবাপ্রার্থীরা জানান, বর্তমান সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন আসার পর থেকে মানুষের দোড়গোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে তিনি কাজ করে যাচ্ছেন। যেকোনও মানুষ যেকোনও সময় সহকারী কমিশনার (ভূমি) এর সাথে কথা বলতে পারছেন। সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের সেবা ও আচরণে আমরা অত্যন্ত সন্তুষ্ট। দিন বদলের প্রকৃষ্ট উদাহরণ তিনি।
সরজমিনে দেখা যায়, বিভিন্ন সময় সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ গ্যাস চোরাকারবার, অবৈধ হাসপাতাল ও ক্লিনিক, অপরিছন্ন হোটেল এবং সরকারী খাল দখলসহ নানা কারণে অভিযুক্তদের দণ্ড দিয়েছেন। এগুলো বন্ধে  নিচ্ছেন নানা মুখী পদক্ষেপ।
সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন বলেন, ঢাকা জেলা প্রশাসক মোমিনুর রহমান স্যারের দিক নির্দেশনায় আমাদের অফিসে আসা সকলের জন্য জনবান্ধব জনসেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। একজন মানুষও যাতে ভোগান্তির স্বীকার না হয় সেজন্য আমরা সর্বদা তৎপর রয়েছি। তবে আইনগত কারণে বিভিন্ন সময় সকল মানুষকে সকল সেবা প্রদান করা সম্ভব হয় না। তারপরও আমরা সবসময়ই চেষ্টা করি সর্বোচ্চ সেবা দিতে।
তিনি আরও বলেন, আমরা অবৈধ গ্যাস চোরাকারবারী, অবৈধ হাসপাতাল ও ক্লিনিক, অপরিছন্ন হোটেল প্রতারকদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com