মানিক দাস // চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের এফ সি পি এস সার্জারি কনসালট্যান্ট ডাক্তার মনিরুল ইসলাম হৃদ রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃস্বাশ ত্যাগ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারিবারিক জীবনে তিনি ১ ছেলে নিহান ও ১ মেয়ে নাভিলের জনক। তার স্ত্রী এক চিকিৎসক। তার এ দু সন্তান বর্তমানে ঢাকায় পড়া লেখা করছে।
ডাক্তার মনিরুল ইসলামের গ্রামের বাড়ি কুমিল্লা কোতয়ালি থানার মুরাদনগর এলাকায়।
তানি দীর্ঘ দিন ধরে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেলের হাসপাতালে এফ সি পি এস সার্জারি কনসালট্যান্ট হিসাবে দায়িত্ব পালন করেন। কর্মরতবস্হায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ডক্টস্ কোয়াটার কোড়ালের তৃতীয় তলায় বসবাস করতেন।গতকাল ১৬ জানুয়ারী সোমবার ভোর রাত সাড়ে ৪ টায় কোয়াটারেই হৃদ রোগে আক্রান্ত হন। পরে তাকে আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আসিবুল আহসান আসিব ও পরিবারের লোক জন হাসপাতালে নিয়ে আসে। এক ঘন্টা চেষ্টার পর আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আসিবুল আহসান আসিব মৃত ঘোষণা করে।
ডাক্তার মনিরুল ইসলামের মৃত্যুর খবর ডাক্তার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছরিয়ে পরলে চিকিৎসক সহ সবার মাঝে শোকের ছাঁয়া নেমে আসে। ডাক্তার মনিরুল ইসলামকে শেষ বারের মতো এক নজর দেখতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে সবাই ভিড় জমায়।
সকাল সাড়ে ৮ টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আয়োজনে হাসপাতাল প্রাঙ্গনে ডাক্তার মনিরুল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মোঃমোশারফ হোসেন। জানাজা শেষে মরহুমের মরদেহ তার গ্রামের বাড়ি কুমিল্লা কোতয়ালি থানার মুরাদ নগর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিকাল ৪ টায় দ্বিতীয় জানাজাশেষে পারিবারিক কবরস্হানে দাফন করা হয়।
ডাক্তার মনিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ মেডিক্যাল এসোশিয়েশন বিএমএ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাঃএম এন হুদা, সাধারন সম্পাদক ডাঃ মাহমুদুননব্বী মাসুমসহ বিএমএর নেতৃবিন্দু।