সুমন আহমেদ :
মতলব উত্তরে দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ২০২৩ সেচ বোরো মৌসুমের পানি সেচের উদ্বোধন করা হয়েছে।
১৮ জানুয়ারি বুধবার সকালে উদামদী পাম্প হাউসে প্রধান অতিথি হিসেবে সুইচ টিপে সেচ উদ্বোধন করেন চাঁদপুর পানি উন্নয়য়ন বোর্ডের প্রধান তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো.জাকির হোসেন।
তিনি বলেন, শেখ হাসিনা গ্রামের সাধারণ মানুষের উন্নয়নের কথা ভাবেন। যার প্রতিটি কথা এবং চিন্তা চেতনা গ্রামের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন নিয়ে। প্রকল্পের উন্নয়নের জন্য সরকার আর্থিক বরাদ্দ দিয়েছে। অচিরেই এর সুফল কৃষকরা পাবে। প্রকল্পের ধান আমাদের চাহিদা মিটিয়ে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখছে। প্রকল্পকে বাঁচিয়ে রাখতে সবাইকে সজাগ হতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মেঘনা-ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সভাপতিত্বে এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো.জহিরুল ইসলাম,
নির্বাহী প্রকৌশলী যান্ত্রিক রুহুল আমিন’
মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.শাহজাহান প্রধান সহ প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।