বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

মুরাদনগরে তানযীমুল মিল্লাত দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া ও মেধা পুরষ্কার বিতারণী অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৪ বার পঠিত হয়েছে
আবুল কালাম আজাদ ভূঁইয়া,  কুমিল্লা প্রতিনিধিঃ
জমজমাট আয়োজনে উৎসব মুখর পরিবেশে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা যাত্রা পুর গ্রামে তানযীমুল মিল্লাত দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া, জিপিএ -৫ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতারণী অনুষ্ঠিত হয়েছে।   বৃহস্পতিবার দিনব্যাপী তানযীমুল মিল্লাত দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে সাবেক শিক্ষক কাজী হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  যাত্রা পুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি  মোঃ আবুল কালাম আজাদ, যাত্রা পুর একে উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, সাংবাদিক ও কলামিস্ট আবুল কালাম আজাদ ভূঁইয়া, ওমর ইবনুল খাত্তাব রাঃ আরাবিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মিসলেহ উদ্দিন সরকার, যাত্রা পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবু কাউছার ভূঁইয়া, যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আঃ সালাম ভূইয়া সেলিম ও মাদ্রাসা সুপার ওবায়দুল্লাহ মাহমুদ, যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয় ধর্মীয় শিক্ষক মোঃ নজরুল ইসলাম সরকার ইউপির  সদস্য বাবুল মুন্সি, যাত্রা পুর ইউনিয়ন  কৃষক লীগে সভপতি আবদুল জলিল, যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমিতি সদস্য সৈয়দ তৈয়বুর রহমান, আবদুল্লাহ আল স্বপন, আল আমিন, যাত্রাপুর নুরিয়া হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসা শিক্ষক মাওঃ  নজির আহমদ, সৈয়দ শিরাজুল ইসলাম,  হুমায়ুন কবির, অনুষ্ঠানটি উপস্থাপনা করেন,  মাদ্রাসা শিক্ষক আলাল মুন্সী, অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক,  শিক্ষার্থী, অভিভাবক,  নানা শ্রেণি পেশার প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপির সদস্য,  এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা ক্রিড়া প্রতিযোগিতায় দৌড়, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, ইসলামিক হার্ম ও নাত, মোড়গ লড়াই, চামচ দৌড়, অংক দৌড়, বালিশ ছোড়া,চেয়ার সিটিং, হাড়ি ভাঙ্গা ও বক্তব্য প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। উপহার সমুহ দান করেন, সৌদি প্রবাসী  আমিরুল ইসলাম ভূইয়া ও
কামরুল হাসান ভূইয়া সোহেল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  যাত্রা পুর
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানন মোঃ আবুল কালাম আজাদ বলেন, একজন শিক্ষার্থীর স্বাভাবিক বিকাশের জন্য শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। এ ক্ষেত্রে প্রত্যেককেই নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে প্রত্যেককেই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। ক্রীড়া মনকে উৎফুল্ল রাখে ও শরীরকে সুস্থ রাখে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি ক্রীড়ায় মনোযোগী হতে হবে।
আবুল কালাম আজাদ ভূঁইয়া বলেন, শরীরের যেমন পুষ্টির দরকার,  তেমনি মনের চাহিদা মেটাতে খেলাধুলার প্রয়োজন।  তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত বেশী বেশী ইসলামী বই পড়া ও খেলাধুলা করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, এদেশকে সামনে এগিয়ে নিতে বর্তমানে শিক্ষার্থীদের ব্যাপক ভুমিকা রয়েছে।  শিক্ষিত জাতিই দেশের গর্ব। একদিন এই শিক্ষার্থীরাই এদেশের উজ্জ্বল করবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com