সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :

চাঁদপুরে চাঞ্চল্যকর দুটি হত্যা মামলার রায়।। ৩ আসামীর মৃত্যুদন্ড ও যাবজ্জীবন 

  • আপডেটের সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৯৭ বার পঠিত হয়েছে
মানিক দাস //
একই দিনে চাঁদপুরের আদালতে পরপর দুটি হত্যা মামলার রায় প্রদান করেছে বিজ্ঞ বিচারক। ২১ মার্চ মঙ্গলবার দুপুরে
চাঁদপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত -১ এর বিচারক বেগম ফরহানা ইয়াসমিন এবং অতিরিক্ত দায়রা জজ আদালত ২ এর বিজ্ঞ  বিচারক মোঃ সাহেদুল করিম এ রায় প্রদান করেন।
ঘটনার বিবরনে জানাযায়, ২০০৮ সালের ৮ জানুয়ারী ১৬২ নং ভৈরব – চাঁদপুর রেলপথে চলাচলকারী লোকাল ট্রেনে রাত অনুমান সোয়া ১১ টায় ছিনতাইকারীরা হাজীগঞ্জ থেকে যাত্রীবেসে উঠে।ট্রেনটি ছারার পর ছিনতাইকারীরা দেশি অস্ত্র ( চাকু) নিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেয়।একপর্যায়ে বলাখাল আসলে ট্রেন থেকে ৩/৪ যাত্রীকে তারা চলন্ত ট্রেন থেকে ব্রিজের নিচে ফেলে দেয়। তখন ওই যাত্রীদের ডাকচিৎকারে স্হানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেলের হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্হায় অজ্ঞাত ব্যক্তি  মারা যায়। এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানায় ২০০৮ সালের ১০ জানুয়ারী  মামলা দায়ের করা হয়। মামলা নং ১। যা পরবর্তিতে জি আর মামলা নং ১ / ২০০৮। এ হত্যাকান্ডে দায়ের করা মামলার আসামী সিরাজুল ইসলাম ও ফারুক মিয়ার বিরুদ্ধে প্যানাল কোট ১৮৬০ এর ৩০২ ধারায় অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের কে মৃত্যুদণ্ড, ৫০ হাজার টিকে জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেছেন।  অতিরিক্ত দায়রা জজ আদালত -১ এর বিচারক বেগম ফরহানা ইয়াসমিন প্যানাল কোট ১৮৬০ এর ৩৯৪  ধারায় অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের কে যাবতজীবন সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা করে অর্থদণবড এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের রায় দিয়ে বিজ্ঞ আদালত। এ মমলাটির রাস্ট্র পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডঃ বদিউজ্জামান কিরন।
অপরদিকে একই দিনে অতিরিক্ত দায়রা জজ আদালত ২ এর বিজ্ঞ  বিচারক মোঃ সাহেদুল করিম কচুয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যার দায়ে  স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশের রায় প্রদান করেছেন।মামলা সূত্রে জানাযায় কচুয়া উপজেলার করইশ গ্রমের জয়নাল আবেদীনের ছেলে ফখরুল ইসলাম প্রেমের সম্পর্কের কারনে প্রথম স্ত্রী ও সন্তানের কথা গোপন রেখে  ২০১৩ সালের ২২ অক্টোবর নোটারী পাবলিকের মাধ্যেমে এফফিডেফিডের মাধ্যমে প্রেমিকা রুমা আক্তারকে  বিয়ে করে। বিয়ের পর ফখরুল তার  স্ত্রী রুমাকে তার বাড়িতে তুলে নেয়নি। রুমা তার বাপের বাড়িতে থাকতো। ফখরুল ২০১৩ সালের ৪ নভেম্বর মোবাইলে কল করে দুপুরে রুমার মামাতো বোনের বাড়িতে যেতে বলে। ফখরুলের কথা মতো  রুমা তার মাকে বলে তার বাড়িতে যায়। সেই থেকে রুমার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় রুমার পরিবার তাকে খুজতে থাকে। ফখরুলকে জিজ্ঞাসা করলে  সে নানা তালবাহার কথা বলে। পরে ৬ নভেম্বর ২০১৩ রুমার পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় মামলা দায়ের করা হয়। উপ পরিদর্শক সাদেকুর রহমান ফখরুল কে আটক করে থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে  সে রুমাকে হত্যা করেছে বলে স্বীকার করে।
আসামী ফখরুলের বিরুদ্ধে প্যানাল কোট ১৮৬০ এর ৩০২ ধারায় অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের কে মৃত্যুদণ্ড, ৫০ হাজার টিকে জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের  বিনাশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেছেন।রায় ঘোষণার সময় আসামী ফখরুল আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামী সাখায়াত হোসেন ও হাবিবের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হয়ায় বিজ্ঞ বিচারক তাদেরকে খালাস প্রদান করেন। এ মামলাটি রাস্ট্র পক্ষে আইনজিবী ছিলেন দেবাশিষ কর মধু। আসামী পক্ষে ছিলেন অ্যাডঃ আমান উল্যা ও অ্যাডঃ মহসীন খান।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com