মানিক দাস ॥ চাঁদপুর শহরের কালী বাড়ি মোড় এলাকায় ব্যাটারীচালিত অটোরিক্সা চালকদের হামলায় এক পুস্তক ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী মারাত্মকভাবে আহত হয়েছে। এ হামলার ঘটনায় কালী বাড়ি মোড় এলাকার ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে করে। পরে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিনের নির্দেশে অভিযোগ দায়ের করা হয়। এ হামলার ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ৮টায়।
ঘটনা সূত্রে জানা যায়, সাধনা ঔষধালয়ের বিপরীত পাশের নজরুল ইসলামের মালিকানাধীন ইসলাম বুক হাউজের কর্মচারী পুরাণবাজার লোহারপুল এলাকার সেলিম মৃধার ছেলে আল-আমিন মৃধা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অটোরিক্সা থামিয়ে যাত্রী উঠানামা করার জন্য ঢালীর ঘাট ময়দার মেইল এলাকার অটোচালক বাবুকে গাড়ী সরানোর জন্য ডাক দেয়। অটোচালক বাবু আল-আমিন মৃধার সাথে বাকবিতন্ডা করলে আল-আমিন গাড়ীটিকে পিছন থেকে ধাক্কা দিয়ে সরানোর জন্য বলে।
তখন অটো চালক বাবু ঘটনাস্থল থেকে চলে যায়। এর কিছু সময় পর ১০/১৫ জন যুবক এনে ইসলাম বুক হাউজের ভিতর আল-আমিনকে একা পেয়ে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মকভাবে আঘাত করে। এ সময় অটোচালকরা আল-আমিনের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এমনকি লোহার চেইন দিয়ে তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এই হামলার ঘটনা ঘটিয়ে মুহুর্তের মধ্যে তারা পালিয়ে যায়।
স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীগণ বিষয়টি জানতে পেরে দ্রুত সড়কে অবস্থান করে অবরোধ করে রাখে। প্রায় ৩০ মিনিট অবরোধের পর চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন বিষয়টি জানতে পারলে উপ-পরিদর্শক জয়নালকে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পাঠান। বিষয়টি সুরাহার জন্য রাতেই ব্যবসায়ীগণ চাঁদপুর মডেল থানায় অফিসার ইনচার্জের সাথে বৈঠকে বসেন। অফিসার ইনচার্জের নির্দেশে ইসলাম বুক হাউজের মালিক মোঃ নুরুল ইসলাম কয়েকজনের নাম প্রকাশ করে ও অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।