ঠাকুরগাঁও প্রতিনিধি
অতিরিক্ত দামে লবণ বিক্রি করলে আপনার নিকটস্থ থানা বা উপজেলা প্রশাসনকে অবহিত করুন। ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ঠাকুরগাঁও ২৪ নিউজ পেপারের মাধ্যমে জনসাধারণের অবগতির জন্য জানিয়েছে ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় সকল পণ্যের প্যাকেটের গায়ে মূল্যে লেখা আছে কেউ সেই মূল্যের বেশি দরে বিক্রি করলে দোকানদারের কাছ থেকে মেম নিয়ে নিকটস্থ থানা অভিযোগ করতে বলা হয়েছে। উল্লেখ্য গত সোমবার দিবাগত রাতে লবণের দ্রব্য মূল্য বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ে সাধারণ ক্রেতারা কাছে। ক্রেতারা মূল্য বৃদ্ধির কথা শুনে ৫-১০ কেজি করে লবণ কয় করতে শুরু করে এতে ঠাকুরগাঁও জেলা ও উপজেলার সকল হাট-বাজারে কিছু কিছু ব্যবসায়ী গুজঁবে সাড়া দিয়ে বেশি দরে লবন বিক্রি করতে শুরু করেন কোথাও কোথাও একশত টাকার অধিক মূল্যের বিক্রির খবর পাওয়া যায় আবার অনেক ব্যবসায় বেশি টাকায় বিক্রির আশায় লবণ বিক্রি করা বন্ধ করেন।