ক্রাইম এ্যাকশন ডেস্ক
নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ও চরজুবলী ইউনিয়নে অষ্টম ও শেষ ধাপে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোরের শীত উপেক্ষা করে নারী-পুরুষ ভোটাররা দল বেঁধে ভোটকেন্দ্রে পবেশ করছেন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে চরজব্বর ও চরজুবলী ইউনিয়নের ২৭ কেন্দ্রে এ ভোটগ্রহণ শুরু হয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে দুই ইউনিয়নে ৫০৫ জন পুলিশ, ৫৫৯ জন আনসার, ৩৭ জন র্যাব, ৬০ জন বিজিবিসহ এক হাজার ১৬১ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, ইউনিয়ন দুটির সবগুলোর প্রবেশদ্বারে থাকবে চেকপোস্ট। ভোটাররা ভোটার স্লিপ ও এনআইডি কার্ড প্রদর্শন করে কেন্দ্রে প্রবেশ করবেন। নির্বাচনী কাজ সরাসরি আমি ও জেলা প্রশাসক তদারকি করছি।
সূবর্ণচর উপজেলার এ দুই ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাকের পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও স্বতন্ত্রসহ চরজব্বর ইউনিয়নে সাতজন এবং চরজুবলী ইউনিয়নে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এ দুই ইউনিয়নে চেয়াম্যান পদে ১৫ জন, ২৪ জন সংরক্ষিত মহিলা মেম্বার ও ৫৩ জন মেম্বার প্রার্থী লড়াই করছেন। এখানে মোট ভোটার রয়েছেন ৭১৬১৯ জন ভোটার। তবে এর অর্ধেকের বেশি নারী ভোটার।
এদিকে নোয়াখালীর হাতিয়ার দুই ইউনিয়নে আগেই সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।