আন্তর্জাতিক ডেস্ক : স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের ভক্তরা গতকাল সোমবার থেকে সিরসা জেলা পুলিশের কাছে অস্ত্র জমা দিতে শুরু করেছে। গত শনিবার ডেরা সাচ্চা সৌদা অনুগামীদের অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল হরিয়ানা পুলিশ। গতকাল ডাবল ব্যারেল ও সিঙ্গল ব্যারেল বন্দুক, পিস্তল মিলিয়ে ৩০টিরও বেশি আগ্নেয়াস্ত্র জমা পড়ে। যদিও এগুলি সবই লাইসেন্সপ্রাপ্ত বলেই হরিয়ানা পুলিশের তরফে জানানো হয়েছে।
শুধু আগ্নেয়াস্ত্রই নয়, তার সঙ্গে তাজা কার্তুজও জমা দিয়েছেন গুরমিত রাম রহিম সিংয়ের অনুগামীরা।
বিশেষ সিবিআই আদালত গত ২৮ আগস্ট ধর্ষণ মামলায় রাম রহিমের ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। রোহতকের সুনারিয়া জেলে রাখা হয়েছে রাম রহিমকে। বাবা দোষী সাব্যস্ত হওয়ার পরেই হরিয়ানায় সহিংসতা ছড়িয়েছিল। গুরমিতের অনুগামীদের তাণ্ডবে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়। এর পরেই ডেরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করে পুলিশ। ভবিষ্যতে যাতে ডেরা অনুগামীরা কোন সহিংসতা ছড়াতে না পারে সে জন্যই এই অস্ত্র জমা রাখা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।