মানিক দাস ॥ ৩ এপ্রিল মঙ্গলবার মুক্তিযুদ্ধে চাঁদপুরের প্রথম শহীদ কালাম-খালেক-সুশীল-শংকর দিবস। এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের জন্যে শহীদ কালাম-খালেক-সুশীল-শংকর স্মৃতি সংসদ প্রতি বছর বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সকাল সাড়ে ৭টায় শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ জেলা মুক্তিযোদ্ধা সংষদ কার্যালয় সম্মুখ থেকে শোক র্যালি বের করে শহরের ট্রাক রোডস্থ পোদ্দার বাড়ি মুক্তিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে উদীচী চাঁদপুর জেলা সংসদ, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশের কমিনিস্ট পার্টি ও মহিলা পরিষদ। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা অজিত সাহা, বাসুদেব মজুমদার, শহীদ কালামের ছোট ভাই জাহিদুল ইসলাম ভূইয়া, অ্যাড. জহিরুল ইসলাম, জাকির হোসেন মিয়াজী, মুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহমেদ, কৃষ্ণা সাহা, নীলা মজুমদার, অ্যাড. খুকু, জহির উদ্দিন বাবর সহ অন্যান্যরা।
১৯৭১ সালের ৩ এপ্রিল ট্রাক রোডস্থ পোদ্দার বাড়ির পরিত্যাক্ত করে পাকিস্তান শত্রুদের প্রতিহত করতে শহীদ কালাম-খালেক-সুশীল-শংকর সহ অনেকে ক্ষমতা সম্পন্ন বোমা তৈরি করছিল। অসাবধানতাবশতঃ হাত থেকে বোমাফসকে পড়ে পুরো ঘরটি বিস্ফোরিত হয়ে এই ৪ জন চাঁদপুরে প্রথম শহীদ হন। এদের স্মরণেই শহীদ কালাম-খালেক-সুশীল-শংকর স্মৃতি সংসদ নামে সংগঠন তৈরি করে প্রতি বছর ৩রা এপ্রিল এদেরকে স্মরণ করে। এ বছর বৈশ্বিক করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সংক্ষিপ্ত আকারে দিবসটি পালন করা হয়েছে।