আলমাস হোসেন:
গত দুইদিন ধরে সারাদেশে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও চলতি সপ্তাহের শেষের দিকে রাতের তাপমাত্রা কমতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আগামীকাল পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। সোমবার সকাল থেকে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। ফলে রাতের তাপমাত্রা কমতে পারে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়। এর আগের দিন সেখানে তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকায় আজকের তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন ছিল ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।