আলমাস হোসেনঃ এবার আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সকল কমিটিতে স্বচ্ছ লোকদের দায়িত্ব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
মঙ্গলবার বিকেলে সাভারের জোরপুল এলাকায় ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের কর্মী সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, আওয়ামিলীগে অনুপ্রবেশকারীদের রাখা হবে না। দেশে সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে জানিয়ে তিনি আরও বলেন দেশের মানুষ আওয়ামী লীগের সঙ্গে রয়েছে বিএনপি নেতাকর্মীরা এখন ঘর ছাড়া।
কর্মী সভায় এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।