সুমন আহমেদ :
চাঁদপুর-২ আসন থেকে একাধীকবারের সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী নব-নির্বাচিত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে বরণ করে নিতে নতুন রুপে সেজেছে মতলব উত্তর ।
১৯ ফেব্রুয়ারি দুপুরে মতলব উত্তরে আগমন উপলক্ষ্যে রঙ্গীন পোস্টার, ব্যানার, ফেষ্টুন ও তোরণে সেজেছে উপজেলার প্রবেশপথ শ্রীরায়েরচর বাজার থেকে মোহনপুর পর্যন্ত। এ সকল সাজ-সজ্জা বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ, তাদের মন থেকে ভালবাসার বহিঃপ্রকাশ করেছে মায়াকে প্রেসিডয়াম সদস্য হিসাবে পেয়ে।
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচএম জাহাঙ্গীর আলম বলেন, আমাদের প্রাণ প্রিয় নেতাকে বরণ করে নিতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রিয় নেতাকে ঘিরে পুরো উপজেলার সর্বস্তরের মানুষের মনে আনন্দের বন্যা বইছে। আমাদের উপজেলায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তোরণ ও আলোক সজ্জায় সজ্জিত করেছে।
উল্লেখ্য, চাঁদপুরের কৃতী সন্তান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের কয়েক দফায় নির্বাচিত সংসদ সদস্য তিনি। এছাড়া আওয়ামী লীগ সরকারে একাধিকবার মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন এই জননন্দিত রাজনীতিবিদ।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামীলীগের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম সভাপতি মণ্ডলীর সদস্য নিযুক্ত করায় বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি মতলববাসী চিরকৃতজ্ঞ। মতলববাসী বরণ ঢালা নিয়ে বসে আছে, সে কাঙ্খিত নেতার জন্য। এসো হে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আমরা নিব তোমায় ভালবাসা ও আদর সোহাগের কোলে তুলে। ভালবাসি অনেক বেশি নেতা তোমায়।