চাঁদপুর প্রতিনিধি : গতকাল নদীর পানি আকশ্মিক বৃদ্ধি পেয়ে আলু বাজার চর এলাকায় ব্যাপক ভাঙ্গন শুরু হলে খবর পেয়ে চাঁদপুরের সুযোগ্য ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও উপ সচিব মোহাম্মদ আব্দুল হাই। আলু বাজার ঈদগাহ বাজার ও এর আশপাশের নদী ভাঙ্গন এলাকা সরেজমিনে পরিদর্শন করে গিয়ে বলেন, ভাঙ্গন এলাকাটি জরুরী ব্যবস্থা গ্রহণে বিষয় কর্তৃপক্ষের নজরে আনা হবে।
এই সময় সাথে ছিলেন ইব্রাহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ও এলাকার লোকজন নিয়ে ভাঙ্গন কবলিত বিভিন্ন স্থান দেখা হয়। ইতোমধ্যে বেশকিছু ঘরবাড়ি, স্থাপনা, জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আলু বাজার ফেরিঘাট টার্মিনালও হুমকির সম্মুখিন। ক্ষতিগ্রস্ত জনগণকে সাহায্য এবং ভাঙ্গনরোধে কার্যকর ব্যবস্থা যথাশীঘ্র গৃহীত হবে মর্মে উপস্থিত জনগণকে আশ্বস্ত করা হয়েছে।