আলমাস হোসেনঃ সাভারের আশুলিয়ায় ১২’শ পিস ইয়াবাসহ সজল মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাত সাড়ে ১০টার দিকে বাইপাইলের বগাবাড়ী হান্নান ভুইয়ার বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত সজল মাদারীপুর জেলার মাদারীপুর থানার চর লক্ষীপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, আশুলিয়ার বগাবাড়ী এলাকায় মাদকের একটি বড় চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় এএসআই জাহিদুল ইসলাম ও কনস্টেবল মোসলেম উদ্দিনকে সাথে নিয়ে ডিবি পুলিশের একটি টিম রবিবার রাতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সজল পালানোর চেষ্টা করলে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১২’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সজল দীর্ঘদিন ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছিলো। এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।