আলমাস হোসেন: করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শিক্ষকদের বেতন দিতে হিমশিম খাচ্ছে। এতে চরম বিপাকে পড়েছেন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। এ সময়ে সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নে প্রতিষ্ঠিত কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষিকা এবং কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) থেকে দুইদিন ব্যাপী সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী তুলে দেন উপজেলার পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য (মেম্বার) শফিউল আলম সোহাগ।
বিতরণকৃত ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি করে ভাতের চাল, ১ কেজি পোলার চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, সেমাই, দুধ, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। এসময় পাথালিয়া ইউনিয়নের কুরগাঁ, চারিগ্রাম, নিরিবিলিসহ বিভিন্ন এলাকায় অবস্থিত ২৫ টি কিন্ডারগার্টেন ও ৫ টি মাদ্রাসার ৩০০ জন শিক্ষক ও কর্মচারীদের হাতে এসব ঈদ উপহার তুলে দেয়া হয়।
জানা যায়, করোনা ভাইরাস সংক্রমিত হবার পর বিগত ১৬ মার্চ থেকে সব স্কুল কলেজ বন্ধ ঘোষণার পর থেকে একই ঘোষণায় কিন্ডারগার্টেন স্কুল গুলোও বন্ধ ঘোষণা করা হয়, যা অদ্যাবধি বন্ধ রয়েছে। এই স্কুলগুলি এবং এর শিক্ষকবৃন্দ অতি অল্প বেতন নিয়ে চাকরি করে থাকে এবং তারা টিউশনি করে পরিবার চালায়। স্কুল বন্ধ থাকার কারণে এই শিক্ষকরা না পাচ্ছে কোনো বেতন-ভাতা, না করতে পারছে কোন টিউশনি। এ অবস্থায় পাথালিয়া ইউনিয়নের জনপ্রিয় ইউপি মেম্বার শফিউল আলম সোহাগ তাদের পাশে দাঁড়ানোয় এসকল শিক্ষকের মুখে হাসি ফুটেছে।
জানতে চাইলে পাথালিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় ও তরুণ ইউপি সদস্য শফিউল আলম সোহাগ বলেন, করোনা সংক্রমন প্রতিরোধে সারাদেশে সকল স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার। যার কারণে কিন্ডারগার্ডেন স্কুলগুলোও বন্ধ হয়ে যায়। এর ফলে শিক্ষকরা বেতন ভাতা না পেয়ে খুব মানবেতর দিনযাপন করছে। তাদের ঘরে অভাব থাকলেও তারা মুখ ফোটে বলতে পারে না। বিষয়টি আমার দৃষ্টিগোচর হলে আমার ওয়ার্ডের ২৫ টি কিন্ডারগার্টেন স্কুল ও ৫ টি মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি। এরই ধারাবাহিকতায় শিক্ষকদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়েছে। অতিশীঘ্রই বাকিদের ও উপহার প্রদান করা হবে।
উল্লেখ্য, করোনা ভাইরাস শুরুর লগ্ন থেকে ইউপি সদস্য শফিউল আলম সোহাগ সমাজের অসহায় দুস্থ ও সুবিধাবঞ্চিতদের পাশে থেকে নিয়মিত খাদ্য সহায়তা প্রদান এবং জনসাধারণকে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার আহ্বান জানিয়ে যাচ্ছেন।